সন্তোষপুর, শাহমখদুম, রাজশাহী ১৪ই এপ্রিল শনিবার : অদ্য বাদ মাগরিব সন্তোষপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সাবেক সভাপতি আলহাজ্জ মাক্ববূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সদর (পূর্ব) সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাক্ববূল হোসাইন ও গাযীপুর যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক হাফেয শাকিল আহমাদ।

চুয়াডাঙ্গা, ৪ঠা মে শুক্রবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে যেলার সদর থানাধীন জয়রামপুর দারুস সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘আল-আওন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ রাকীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঝিনাইদহ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম, চুয়াডাঙ্গা যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি ফায়ছাল কবীর প্রমুখ। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র অন্যান্য নেতৃবৃন্দ সহ যেলার ৯-টা শাখা থেকে কর্মী ও সুধীগণ উক্ত ইজতেমায় যোগদান করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ সানোয়ার হোসাইন। উল্লেখ্য যে, কেন্দ্রীয় মেহমানগণ চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছলে সেখানে তাদেরকে অভ্যর্থনা জানান যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ নাঈমুদ্দীন ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমান। অতঃপর সেখান থেকে সদর থানার আড়িয়া গ্রামে পৌঁছে সেখানে অল্প কয়েক ঘর নতুন আহলেহাদীছ ভাইয়ের উদ্যোগে চাটাই ও টিন দিয়ে নির্মিত বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক। তিনি খুৎবায় সমবেত মুছল্লীদেরকে বিগত ইতিহাস উল্লেখ পূর্বক বাধা-বিপত্তি ডিঙ্গিয়ে হক-এর উপর দৃঢ় থাকার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি নতুন আহলেহাদীছ ভাইদেরকে ধৈর্যের সাথে এবং উত্তম আচরণের মাধ্যমে জামা‘আতবদ্ধভাবে অভ্রান্ত সত্যের এই অনন্য দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার আহবান জানান। একই সময়ে সুজায়েতপুর আহলেহাদীছ জামে মসজিদে খুৎবা দেন রাকীবুল ইসলাম।






সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
আত-তাহরীক টিভি (‘ব্যবসা-বাণিজ্যে ইসলামী দিক-নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
প্রবাসী সংবাদ (‘আহলেহাদীছ আন্দোলন’ মালয়েশিয়া শাখা গঠন)
মহিলা সংস্থা (দায়িত্বশীল প্রশিক্ষণ)
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
সংগঠনের তিনজন দায়িত্বশীলের পিএইচ.ডি. ডিগ্রি লাভ
মারকায সংবাদ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী)
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মহিলা সমাবেশ
মুনাযারা প্রশিক্ষণ কর্মশালা ২০২১ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
সংগঠন সংবাদ
আরও
আরও
.