‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চাঁপাই নবাবগঞ্জ যেলার সাবেক উপদেষ্টা ও সাবেক মুক্তিযোদ্ধা সংগঠক জনাব আফতাবুদ্দীন চেয়ারম্যান (৮৭) গত ৬ই এপ্রিল রবিবার ভোর ৫টায় নবাবগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকাল ৫-টায় স্থানীয় খালঘাট সেন্ট্রাল ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয় এবং পার্শ্ববতী খালঘাট গোরস্থানে দাফন করা হয়। মুহতারাম আমীরে জামা‘আতের নির্দেশক্রমে তাঁর পক্ষে জানাযার ছালাতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। এতদ্ব্যতীত জানাযার ছালাতে অংশগ্রহণ করেন রাজশাহী মহানগরী ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুবীনুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আব্দুল লতীফ, সাধারণ সম্পাদক আবুল হোসাইন সহ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলবৃন্দ, যেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্র, রাজনীতিক সহ বিপুল সংখ্যক মুছল্লী। মরহূম আফতাব চেয়ারম্যান ছিলেন আমীরে জামা‘আতের বহু পুরানো ভক্ত এবং তাঁর কারাবন্দী থাকাকালে তিনি ছিলেন সর্বদা একজন প্রতিবাদী কণ্ঠ।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






আরও
আরও
.