গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১। সাহারীর আযান দিতেন বেলাল (রাঃ) এবং ফজরের আযান দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূম।

২। ‘আল্লা-হুম্মা ইন্নাকা ‘আফুববুন তুহিববুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী’।
৩। ফরয; একছা‘।
৪। ২ রাক‘আত, ১২টি।
৫। ২টি। ঈদুল ফিতর ও ঈদুল আযহা।
৪। আমিষ                        ৫। পাতার সাহায্যে।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (টাকা)
১। কয় টাকার নোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম, জাতীয় সংসদ ভবন ও আল্লাহ (اللهُ ) শব্দ উল্লেখ আছে?
২। কুলা, নৌকা ও ৩টি ফুটন্ত শাপলার দৃশ্য আছে কয় টাকার নোটে?
৩। ১ টাকার কয়েনে কয়টি তারকা ও মানুষের ছবি আছে? মানুষগুলির পারস্পরিক সম্পর্ক কি?
৪। ১০০ টাকার নোটে উল্লেখিত মসজিদ, সৌধ ও সেতুর পরিচয় কি?
৫। কয় টাকার নোটে বাংলাদেশের মানচিত্র, হাইকোর্ট ও জাতীয় স্মৃতিসৌধের ছবি আছে?
১। ঝগড়া করি, লাঠি মারি তবু নাহি যায়
আগুন দেখিলে পরে নিমিশে পালায়।
২। বার মাসের মেয়ে বটে তের মাস গেলে
গন্ডায় গন্ডায় জন্ম দেয় অগণিত ছেলে।
৩। হাত নাই পাখা নাই তবু উড়ে চলে
মুখ নাই ঠোট নাই কত কথা বলে।
৪। কালো কালো ভোমরা কালো ঘাস খায়
রাত হ’লে ভোমরা ঘরেতে লুকায়।
৫। তুমি থাকলে গাছের ডালে আমি কিন্তু জলে
দুই জনের দেখা হবে মরণের কালে।
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
কালদিয়া, বাগেরহাট ২০ আগষ্ট শুক্রবার : অদ্য সকাল ৬-টায় আল-মারকাযুল ইসলামী ও ইয়াতীম খানা, কালদিয়া, বাগেরহাটে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বাগেরহাট যেলার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইন।
উত্তর নওদাপাড়া, রাজশাহী ২০ আগষ্ট শুক্রবার : অদ্য বাদ আছর উত্তর নওদাপাড়া মহিলা সালাফিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি উত্তর নওদাপাড়া শাখার পরিচালক আব্দুছ ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া শাখার পরিচালক ওবায়দুল্লাহ ও আব্দুল্লাহ বিন আব্দুর রায্যাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার শিক্ষক জনাব শামসুল আলম।
দৌলতপুর, চারঘাট, রাজশাহী ২০ আগষ্ট শুক্রবার : অদ্য বিকাল ৫-টায় দৌলতপুর আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান।
বাঁকাল, সাতক্ষীরা ২১ আগষ্ট শনিবার : অদ্য সকাল ১০-টায় দারুল হাদীছ আহমাদিয়া সালাফিয়া, বাঁকালে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি যেলা পরিচালক আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক গোলাম কিবরিয়া।
আলাইপুর, বাঘা, রাজশাহী ২১ আগষ্ট শনিবার : অদ্য সকাল ৯-টায় আলাইপুর মহাজনপাড়া ফোরকানিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি বাঘা থানার উপদেষ্টা জনাব আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। প্রশিক্ষণ শেষে জনাব আবুল হাশেমকে প্রধান উপদেষ্টা, জালালুদ্দীনকে উপদেষ্টা ও ছাদীকুর রহমানকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি আলাইপুর শাখা কমিটি গঠন করা হয়।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। প্রতিধ্বনি         ২। সাদা              ৩। লাল

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

সংগ্রহে : আব্দুর রশীদ

সোনামণি সংবাদ

ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী ১৫ আগষ্ট রবিবার : অদ্য বাদ আছর ডাঙ্গীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম জনাব হাশেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া শাখার পরিচালক ওবায়দুল্লাহ।

হরিরামপুর, বাঘা, রাজশাহী ২১ আগষ্ট শনিবার : অদ্য বাদ যোহর বাঘা থানাধীন হরিরামপুর ইবতেদায়ী মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাঘা এলাকার সাবেক সভাপতি জনাব আব্দুল আযীয মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। প্রশিক্ষণ শেষে জনাব আব্দুল আযীয মন্ডলকে প্রধান উপদেষ্টা, জনাব আব্দুর রাকীবকে উপদেষ্টা ও মুহাম্মাদ উজ্জ্বলকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি হরিরামপুর শাখা কমিটি গঠন করা হয়।






আরও
আরও
.