গত সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)-এর সঠিক উত্তর

১. দু’বার। একবার শিশুকালে চার/পাঁচ বছর বয়সে এবং দ্বিতীয়বার মি‘রাজে গমনকালে।

২. ইবরাহীম (আঃ)-এর দ্বীন অনুসারে ইবাদত করতেন।

৩. নূর পাহাড়ের হেরা গুহায়।          ৪. ৪০ বছর ৬ মাস ১২ দিন।

৫. ২১শে রামাযান সোমবার রাতে। ১০ই আগস্ট ৬১০ খৃষ্টাব্দ।

৬. ওরাকা বিন নওফলের নিকট। তিনি বলেন, যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে সেদিন আমি বেঁচে থাকলে তোমাকে সাহায্য করতাম।

৭. গোপনে।                 ৮. আরকাম বিন আবুল আরকামের গৃহে।

৯. ৩ বছর।

১০. ৩টি পর্যায়ে। ক. গোপন দাওয়াত প্রথম তিন বছর। খ. মক্কাবাসীদের মাঝে প্রকাশ্যে দাওয়াত নবুওতের ৪র্থ বছর থেকে ১০ম বছর পর্যন্ত। গ. মক্কার বাইরে দাওয়াত। নবুওতের ১০ম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ৩৬.৯ ডিগ্রি।                            ২. ১৫ পাউন্ড।

৩. হৃৎপিন্ডের সংকোচন চাপ।         ৪. হৃৎপিন্ডের প্রসারণ।

৫. লোহিত কণিকায়।    ৬. অস্থিমজ্জায়।

৭. ৩৩টি।         ৮. ২০টি।              ৯. ৩ প্রকার।

১০. অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বহন করা।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)

১. সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন?

২. কাফের হওয়া সত্ত্বেও দাওয়াতী কাজে কে নবীজীকে সহযোগিতা করেন?

৩. সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন ও কখন?

৪. আবিসিনয়া বা হাবশার দ্বিতীয় হিজরতে কতজন পুরুষ ও কতজন নারী ছিলেন?

৫. কেন সে দেশে হিজরত করার জন্য নবী করীম (ছাঃ) ছাহাবীদেরকে পরামর্শ দেন?

৬. কোথায় কতদিন নবী করীম (ছাঃ)-কে বয়কট করে রাখা হয়েছিল?

৭. নবী করীম (ছাঃ)-এর নবুওতী জীবনের কোন সময়কে আমুল হুযন বা দুশ্চিন্তার বছর বলা হয়?

৮. কোন কোন কাফের রাসূল (ছাঃ)-কে সবচেয়ে বেশী কষ্ট দিয়েছিল?

৯. একজন কাফের রাসূল (ছাঃ)-কে খুবই কষ্ট দিত। তার ধ্বংসের জন্য তার নামে কুরআনে একটি সূরা নাযিল হয়। ঐ কাফের ও সূরাটির নাম কি?

১০. নবীজী কখন মি‘রাজে গমন করেন?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)

১. পালমোনারি (ফুসফুসীয়) শিরা কী বহন করে?

২. মানব দেহের হৃৎপিন্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?

৩. লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?

৪. অণুচক্রিকার গড় আয়ু কত দিন?

৫. রক্তশূন্যতা বলতে কী বোঝায়?

৬. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?

৭. বিলিরুবিন কোথায় তৈরি হয়?

৮. বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে?

৯. কিডনির কার্যকরী একক কী?

১০. প্রস্রাবের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী পদার্থের নাম কী?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাজার, ঢাকা।

সোনামণি সংবাদ

মহববতপুর, বাগমারা রাজশাহী ১৬ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার বাগমারা উপযেলাধীন মহববতপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘সোনামণি’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা পরিচালক খায়রুল ইসলাম।

ধনেশ্বর, আত্রাই, নওগাঁ ১৮ই আগস্ট রবিবার : অদ্য বাদ আছর যেলার আত্রাই থানাধীন ধনেশ্বর আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ আশেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি তাসনীম খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ তাহমীদুল ইসলাম।

বাজেধনেশ্বর, আত্রাই, নওগাঁ ১৯শে আগস্ট সোমবার : অদ্য সকাল ৭-টায় যেলার আত্রাই থানাধীন বাজেধনেশ্বর নূরানী মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সুমাইয়া খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ মা‘রূফ।

সাইধাড়া, বাগমারা রাজশাহী ২২শে আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা উপযেলাধীন সাইধাড়া পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ আযহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’ রাজশাহী পূর্ব সাংগঠনিক যেলা পরিচালক খায়রুল ইসলাম, সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম ও হাট গাঙ্গোপাড়া এলাকা পরিচালক মুহাম্মাদ ইসমাঈল আলম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ যাকারিয়া। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র শাখা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ ওমর ফারূক।

বড় কালিকাপুর, আত্রাই, নওগাঁ ২২শে আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার আত্রাই থানাধীন বড় কালিকাপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ রশীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মারিয়াম খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ হাবীবুর রহমান।

খিরশিনটিকর, শাহমখদুম, রাজশাহী ২৫শে আগস্ট রবিবার : অদ্য মাগরিব মহানগরীর শাহমখদুম থানাধীন খিরশিনটিকর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও মারকায এলাকার ছিরাতে মুস্তাক্বীম শাখা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল মতীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ফাতিমা খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুজাহিদুল ইসলাম।

নওদাপাড়া, রাজশাহী ২৮শে আগস্ট বুধবার : অদ্য বাদ আছর সোনামণি মারকায এলাকার উদ্যোগে নওদাপাড়াস্থ দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’ মারকায এলাকার পরিচালক আবু রায়াহনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুর রহমান ও  ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল্লাহ আল-ফাহাদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকায এলাকা ‘সোনামণি’র সহ-পরিচালক ইমরুল কায়েস।






আরও
আরও
.