গত সংখ্যার সাধারণ জ্ঞান  (সীরাত বিষয়ক)-এর সঠিক উত্তর

১. গারে ছাওরে। তিন দিন তিন রাত।

২. আব্দুল্লাহ বিন উরাইক্বিত লায়ছী।

৩. ১০০ উট।                     ৪. কাছওয়া।

৫. নবী করীম (ছাঃ) ও আবু বকর (রাঃ) ১৪ নববী বর্ষের ৮ই রবীউল আউয়াল মোতাবেক ৬২২ খ্রিষ্টাব্দের ২৩শে সেপ্টেম্বর সোমবার দুপুরে মদীনার নিকটবর্তী ক্বোবা উপশহরে পৌঁছেন।

৬. ১২ই রবীউল আউয়াল মোতাবেক ৬২২ খ্রিষ্টাব্দের ২৭শে সেপ্টেম্বর শুক্রবার।

৭. আবু আইয়্যূব আনছারী (রাঃ)-এর বাড়ীতে।

৮. মসজিদে কোবা।              ৯. মদীনার সনদ।

১০. চার বার।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ১৩ ভাগের এক ভাগ।             ২. দেড় একর জমি।

৩. হাঁচি দিতে পারে না।             ৪. জিহ্বা।

৫. পাঁজর।                            ৬. কানের হাড়।

৭. ৩০০টি হাড়।                      ৮. ২০৬টি।

৯. ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে যায়।

১০. ২৬ ধরনের।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)

১. নবী করীম (ছাঃ) কতবার হজ্জ করেন?

২. বিদায় হজ্জে কত লোক নবী করীম (ছাঃ)-এর সাথে হজ্জ করেন?

৩. রাসূলুল্লাহ (ছাঃ) কয়টি রামাযান ছিয়াম পালন করেন?

৪. রাসূলুল্লাহ (ছাঃ) কখন মৃত্যুবরণ করেন?

৫. মৃত্যুর সময় নবী করীম (ছাঃ)-এর বয়স কত হয়েছিল?

৬. নবী করীম (ছাঃ)-কে কোথায় দাফন করা হয়েছে?

৭. রাসূল (ছাঃ)-এর জানাযার ছালাত কে পড়িয়েছেন?

৮. নবী করীম (ছাঃ)-এর কয়জন স্ত্রী ছিল?

৯. তাঁর সর্বাধিক প্রিয় স্ত্রী কে ছিলেন?

১০. তাঁর জীবদ্দশায় কোন স্ত্রী মৃত্যুবরণ করেন?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)

১. চোখের পানি কোথা থেকে নিঃসৃত হয়?

২. নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার?

৩. একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হ’তে কত সময় লাগে?

৪. শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ?

৫. মুত্র প্রস্ত্তত হয় কোথায়?

৬. থাইরয়েড গ্রন্থি হ’তে নিঃসৃত প্রাণরসের নাম কী?

৭. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?

৮. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস?

৯. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোগস্থলের পর্দাটির নাম কি?

১০. জীব দেহের ওযনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাজার, ঢাকা।

সোনামণি সংবাদ

 

নওদাপাড়া, রাজশাহী ১৫ই নভেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব মহানগরীর নওদাপাড়াস্থ দারুল হাদীছ (প্রা.) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ‘সোনামণি’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মারকায এলাকা ‘সোনামণি‘র প্রধান উপদেষ্টা ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর হিফয বিভাগের প্রধান হাফেয লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র-কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ গিয়াছুদ্দীন। অনুষ্ঠান শেষে আবু রায়হানকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি রাজশাহী-সদর সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ ও ইমরুল কায়েসকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট মারকায এলাকা পুনর্গঠন করা হয়।

আতানারায়ণপুর, মোহনপুর, রাজশাহী ২০শে নভেম্বর বুধবার : অদ্য সকাল ৭-টায় যেলার মোহনপুর থানাধীন আতানায়ণপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও ‘সোনামণি’ মারকায এলাকার সূর্যমুখী শাখা’র সহ-পরিচালক আব্দুল মতীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সুলায়মান, অত্র মক্তবের শিক্ষক আব্দুর রাযযাক, মুহাম্মাদ নাঈমুদ্দীন ও মুহাম্মাদ কামালুদ্দীন।

শুরেরপাড়, ইসলামপুর, জামালপুর ২১শে নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার ইসলামপুর থানাধীন শুরেরপাড় আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ জামালপুর-উত্তর যেলার উদ্যোগে যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠান শেষে হাফেয যোবায়দুর রহমানকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

পাইকপাড়া, পবা, রাজশাহী ২২শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পবা থানাধীন পাইকপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ খালেদ হাসান।

বড়বনগ্রাম শেখপাড়া, বোয়ালিয়া, রাজশাহী ২৪শে নভেম্বর রবিবার : অদ্য সকাল ৭-টায় যেলার বোয়ালিয়া থানাধীন বড়বনগ্রাম শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ মোকাম্মাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক খালেদ হাসান।

ভূগরইল মধ্যপাড়া, শাহমখদুম, রাজশাহী ২৫শে নভেম্বর সোমবার : অদ্য বাদ আছর যেলার শাহমখদুম থানাধীন ভূগরইল মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ, মুঈনুল ইসলাম ও ‘সোনামণি’ মারকায এলাকার সূর্যমুখী শাখা’র সহ-পরিচালক আব্দুল মতীন






আরও
আরও
.