১. ওমর বিন খাত্ত্বাব (রাঃ)।
২. খালেদ বিন ওয়ালিদ (রাঃ)।
৩. সা‘দ বিন আবী ওয়াক্কাছ (রাঃ)।
৪. আবু উবায়হ (রাঃ)।
৫. হ (রাঃ)।
৬. ওমর বিন খাত্ত্বাব (রাঃ)।
৭. আব্দুল্লাহ বিন যুবায়ের (রাঃ)।
৮. আবু বকর (রাঃ) আবদুল্লাহ বিন যুবায়ের (রাঃ)-এর নানা।
৯. ওমর বিন খাত্ত্বাব (রাঃ)।
১০. খুবায়েব বিন আদী (রাঃ)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)-এর সঠিক উত্তর
১. ফাতেহাবাদ। ২. ফালকিং। ৩. জালালাবাদ/শ্রীহট্ট।
৪. বৈদ্যনাথ তলা। ৫. শমসের নগর। ৬. সিংহজানী।
৭. ভবানীগঞ্জ। ৮. ইসলামাবাদ/সাত-ইল গঞ্জ/চট্টলা/চাটগাঁও।
৯. বাগ-ই-শাহেন শাহ। ১০. চন্দ্রদ্বীপ/ বাকলা/ইসমাইলপুর।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১. আনছারদের মধ্যে সর্বপ্রথম কোন ছাহাবী ইসলাম গ্রহণ করেন?
২. সর্বপ্রথম কোন ছাহাবী হাবশায় (আবিসিনিয়া) হিজরত করেন?
৩. কোন ছাহাবীর উপাধি ছিল আসাদুল্লাহ?
৪. কোন ছাহাবী সম্পর্কে নবী করীম (ছাঃ) বলেন, ‘আমার এ ছেলে নেতা, সম্ভবতঃ আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের বিবাদমান বড় দু’টি দলের মধ্যে বিরোধ মীমাংসা করে দিবেন’?
৫. কোন ছাহাবীদ্বয়কে জান্নাতের যুবকদের সরদার বলা হয়েছে?
৬. কোন ছাহাবী নবী করীম (ছাঃ)-এর কবর খনন করেছিলেন?
৭. কোন মহিলা ছাহাবীকে আল্লাহ তা‘আলা জিবরীল মারফত সালাম পাঠিয়েছেন?
৮. রাসূলুল্লাহ (ছাঃ) কাকে সবচেয়ে বেশী ভালবাসতেন?
৯. পুরুষদের মধ্যে কাকে রাসূলুল্লাহ (ছাঃ) সর্বাধিক ভালবাসতেন?
১০. রাসূলুল্লাহ (ছাঃ)-এর অধিক নফল ছালাত ও ছিয়াম আদায়কারিণী ছিলেন?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)
১. নোয়াখালীর পুরাতন নাম কি? ২. কুষ্টিয়ার পুরাতন নাম কি?
৩. খুলনার পুরাতন নাম কি? ৪. বাগেরহাটের পুরাতন নাম কি?
৫. যশোরের পুরাতন নাম কি? ৬. দিনাজপুরের পুরাতন নাম কি?
৭. রাজবাড়ীর পুরাতন নাম কি? ৮. শরীয়তপুরের পুরাতন নাম কি?
৯. গজারিয়ার পুরাতন নাম কি? ১০. আসাদগেইটের প্রাচীন নাম কি?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বংশাল, ঢাকা।
সোনামণি সংবাদ
বাঁকাল, সাতক্ষীরা ১৮ই জুন শনিবার : অদ্য সকাল ৯-টায় বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ সংলগ্ন মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা সোনামণি পরিচালক আব্দুল্লাহ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সাঈদুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে আসাদুল্লাহ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সোনামণি সদর উপযেলার সহ-পরিচালক আব্দুল হাকীম।
ধানদিয়া, তালা, সাতক্ষীরা ২০শে জুন সোমবার : অদ্য সকাল ৭-টায় ধানদিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তালা উপযেলা ‘সোনামণি’ পরিচালক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি জান্নাতুল ফিরদাঊস ও ইসলামী জাগরণী পরিবেশন করে আরাফাত হুসাইন।
ভূগরইল পশ্চিমপাড়া, শাহমখদুম, রাজশাহী ৩০শে জুন বৃহস্পতিবার : অদ্য সকাল ৭-টায় ভূগরইল পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ সংলগ্ন মক্তবের শিক্ষক আবু হানীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল্লাহ।
ভোলাবাড়ী, বায়া, রাজশাহী ১লা জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর ভোলাবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ভোলাবাড়ী শাখার প্রচার সম্পাদক আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’ রাজশাহী সদর যেলার সাধারণ সম্পাদক আজমাল হুসাইন এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহীদ হাসান। উক্ত অনুষ্ঠানে ইতিপূর্বে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মিনহাজুল ইসলাম, দ্বিতীয় স্থান আরীফুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ফায়ছাল আহমাদ। এছাড়া সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
ফতুল্লা, নারায়ণগঞ্জ ৫ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ একাডেমী আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মুতীউর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি যহীরুল হক ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব শহীদুল্লাহ।
নওদাপাড়া, রাজশাহী ১০ই আগস্ট বুধবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সোনামণি প্রতিভা ১৭তম সংখ্যা মে-জুন ২০১৬-এর কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনামণি রাজশাহী মহানগরের পরিচালক আসাদুল্লাহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ছাদরুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ ফাহাদ। অনুষ্ঠান পরিচালনা করে মারকায এলাকার সোনামণি সহ-পরিচালক মুহাম্মাদ শহীদুল্লাহ।