গত সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)-এর সঠিক উত্তর
১. জান্নাতীরা আদম (আঃ)-এর আকৃতি বিশিষ্ট ৬০ হাত লম্বা ও ৭ হাত মোটা হবে (ছহীহ আত-তারগীব হা/৩৭০০)।
২. তাদের বয়স হবে ত্রিশ বা তেত্রিশ বছর (তিরমিযী হা/২৫৪৫; মিশকাত হা/৫৩৯৭)।
৩. জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মত হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে (বুখারী হা/৩৩২৭; মুসলিম হা/২৮৩৪)।
৪. জান্নাতীদের পারস্পরিক অভিবাদন হবে ‘সালাম’ (ইউনুস ১০/১০)।
৫. খাবার ঢেকুর ও কস্ত্তরী ন্যায় সুগন্ধময় ঘাম (হয়ে দেহ থেকে বের হয়ে যাবে) (মুত্তাফাক আলাইহ মিশকাত হা/৫৬১৯)।
৬. তারা নিঃশ্বাস ত্যাগের ন্যায় প্রতি মুহূর্তে আল্লাহর প্রশংসা করবে (মুসলিম হা/২৮৩৫)।
৭. জান্নাতীরা তাদের আমল অনুযায়ী দুই বা ততোধিক জান্নাতী স্ত্রী পাবে। শহীদের হবে ৭২টি স্ত্রী (ছহীহুল জামে‘ হা/৫১৮২)।
৮. আল্লাহর নিকট শহীদের জন্য রয়েছে সাতটি মর্যাদা; রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়, জান্নাতে সে তার নিজ স্থান দেখতে পায়, তাকে ঈমানের জুববা পরিধান করানো হয়, (জান্নাতে) ৭২টি সুনয়না হূরের সাথে তার বিবাহ হবে, কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে, (ক্বিয়ামতের দিন) মহাত্রাস থেকে নিরাপদে থাকবে, তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে, যার একটি মাত্র মণি (চুনি) পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্ত্ত অপেক্ষা শ্রেষ্ঠ, আর নিজ পরিবারের ৭০ জন লোকের জন্য (আল্লাহর দরবারে) তার সুপারিশ মঞ্জুর করা হবে (ছহীহুল জামে‘ হা/৫১৮২)।
৯. জান্নাতের সকল স্ত্রীই সদা পবিত্রা থাকবে। সেখানে তাদের কোন প্রকারের স্রাব, মল, কফ, থুথু, ঋতু ইত্যাদি কিছুই থাকবে না (বুখারী হা/৩৩২৭; মুসলিম হা/২৮৩৫)।
১০. একশত পুরুষের সমান শক্তি প্রদান করা হবে (তিরমিযী, মিশকাত হা/৫৬৩৬)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (ভৌগলিক প্রশ্ন)-এর সঠিক উত্তর
১. চীনের একটি নদী, একে চীনের দুঃখ বলা হয়।
২. ট্রাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর মিলিত স্রোতধারার নাম। এটা ইরাকে অবস্থিত।
৩. নীলনদের দেশ। ৪. জাম্বেসী নদীতে।
৫. কঙ্গো নদীর মোহনায়। ৬. লিমোগো নদীকে।
৭. নীলনদ, উগান্ডা, সুদান ও মিশরে।
৮. আমাজান। দক্ষিণ আফ্রিকার ব্রাজিলে।
৯. দানিয়ুব। ১০. ভলগা।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)
১. জান্নাতবাসীদের সাথে আল্লাহ কিভাবে কথা বলবেন?
২. ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলবেন?
৩. জান্নাতবাসীদের প্রার্থনা কি হবে?
৪. তাদের প্রর্থনার সমাপ্তি হবে কি বলে?
৫. আ‘রাফবাসীরা জান্নাতী ও জাহান্নামীদের কিভাবে চিনবে?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম, বংশাল, ঢাকা।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ভৌগলিক প্রশ্ন)
১. এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি?
২. পৃথিবীর গভীরতম হরদের নাম কি?
৩. পৃথিবীর বৃহত্তম হরদের নাম কি?
৪. পৃথিবীর উচ্চতম হরদের নাম কি?
৫. অস্ট্রেলিয়ার বৃহত্তম নদীর নাম কি?
সংগ্রহে : আতাউর রহমান
সন্ন্যাসবাড়ী, বান্ধাইখাড়া, নওগাঁ।
সোনামণি সংবাদ
মাদারবাড়িয়া, পাবনা ১৬ই জুন শুক্রবার : অদ্য সকাল ৯-টায় পাবনা সদর থানাধীন মাদারবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক আব্দুল হালীম।
যোগিপাড়া, বাগাতিপাড়া, নাটোর ১৪ই জুন বুধবার : অদ্য বাদ যোহর যোগিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সাবেক কেন্দ্রীয় পরিচালক ড. শিহাবুদ্দীন আহমাদ, কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও রাজশাহী মহানগরীর পরিচালক আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে আলতাফ হুসাইনকে পরিচালক করে ৩ সদস্য বিশিষ্ট শাখা পরিচালনা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়।
নওদাপাড়া, রাজশাহী ১৪ই জুলাই শুক্রবার : অদ্য বাদ মাগরিব দারুলহাদীছ (প্রাঃ) বিশ^বিদ্যালয় জামে মসজিদে সোনামণি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া এলাকার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মারকায এলাকার সোনামণি উপদেষ্টা মাওলানা নযরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, যয়নুল আবেদীন ও হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মারকায এলাকার সোনামণি উপদেষ্টা ফায়ছাল আহমাদ।
সমসপুর, বাগমারা, রাজশাহী ১৬ই জুলাই রবিবার : অদ্য বাদ মাগরিব রাজশাহীর বাগমারা থানাধীন সমসপুর হাফেযিয়া ও ফুরকানিয়া মাদরাসা সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার শিক্ষক হাফেয বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাগমারা উপযেলার সোনামণি সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম ও সমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) জনাব আফতাবুদ্দীন।
তোকিপুর, বাগমারা, রাজশাহী ২০শে জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ আছর রাজশাহীর বাগমারা থানাধীন তোকিপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তোকিপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান ও উপযেলা সোনামণি সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম।