২রা মার্চ শনিবার সিও বাজার, রংপুর : অদ্য সকাল ৯-টায় যেলা শহরের সিও বাজারস্থ উত্তর বানিয়াপাড়া দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে বোর্ড অধিভুক্ত রংপুর জোনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে আয়োজিত ২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়।

উক্ত প্রশিক্ষণে স্বাগত ভাষণ পেশ করেন ‘শিক্ষা বোর্ডে’র রংপুর জোনের কো-অর্ডিনেটর মাওলানা আবু তাহের মেছবাহ। প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও ‘শিক্ষা বোর্ড’-এর প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অতঃপর বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা-এর অতিরিক্ত পরিচালক জনাব জুনায়েদ মুনীর, ‘শিক্ষা বোর্ড’-এর সহকারী পরিদর্শক আব্দুন নূর, ঢাকা জোনের আঞ্চলিক পরিদর্শক ফেরদাঊস মোল্লা, দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা পার্বতীপুর, দিনাজপুরের পরিচালক আব্দুল্লাহ আল-মাহমূদ, রংপুর জোনের আঞ্চলিক পরিদর্শক রায়হানুল ইসলাম প্রমুখ।

৭ই মার্চ বৃহস্পতিবার বোরহানুদ্দীন, ভোলা : অদ্য সকাল ৯-টায় যেলার বোরহানুদ্দীন থানাধীন আযহারুল উলূম ইসলামী একাডেমীতে ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে বোর্ড অধিভুক্ত বরিশাল জোনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে আয়োজিত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘শিক্ষা বোর্ড’-এর সচিব জনাব শামসুল আলম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন বরিশাল জোনের কো-অর্ডিনেটর মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম, দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা, লালমোহন, ভোলার প্রধান শিক্ষক হাফেয অযিউল্লাহ, আযহারুল উলূম ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক হাফেয আবু মুহাম্মাদ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বরিশাল জোনের আঞ্চলিক পরিদর্শক কায়েদ মাহমূদ ইমরান।

২৭শে মার্চ বুধবার বৃ-কুষ্টিয়া, শাহজাহানপুর, বগুড়া : অদ্য সকাল ৯-টায় যেলার শাহজাহানপুর উপযেলাধীন বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ তাহফীযুল কুরআন মাদ্রাসা ও ইয়াতীমখানার হলরুমে ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে বোর্ড অধিভুক্ত বগুড়া জোনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে ২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়।







আরও
আরও
.