সিরাজগঞ্জ ২০শে মার্চ সোমবার : অদ্য দুপুর সাড়ে ১২-টায় সিরাজগঞ্জ যেলার পুলিশ সুপার জনাব মেরাজুদ্দীন পিপিএম-এর সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। এ সময়ে তার সাথে ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতীন। তারা দেশে চলমান জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর ভূমিকা তুলে ধরেন। সেই সাথে সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব শফীউল ইসলামকে (৬২) মিথ্যা তথ্যের ভিত্তিতে গত ১৬ই মার্চ গ্রেফতার ও নিষিদ্ধ সংগঠনের নেতা হিসাবে ফলাও করে প্রচারের প্রতিবাদ জানিয়ে তাকে হয়রানী না করার জন্য পুলিশ সুপারের নিকট আবেদন রাখেন। তারা বলেন, জনাব শফীউল ইসলাম জঙ্গীবাদের সাথে কোন কালেও সম্পৃক্ত ছিলেন না। এরকম তথ্য কেউ দিয়ে থাকলে তা নিঃসন্দেহে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বরং শফীউল ইসলাম সব সময়ই জঙ্গীবাদের বিরুদ্ধেসোচ্চার ছিলেন। বিগত ২০০২ সাল থেকেই তিনি ‘আহলেহাদীছ আন্দোলন’ সিরাজগঞ্জ যেলার কর্মপরিষদ সদস্য। গত দুই সেশন থেকে তিনি যেলা সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এরকম একজন নিরীহ নির্দোষ পরহেযগার মানুষকে হয়রানী পুলিশ প্রশাসনের নিরপেক্ষতাকে বরং প্রশ্নবিদ্ধ করবে।






আরও
আরও
.