১৮ই জুন মঙ্গলবার ভোলা, পটুয়াখালী ও বরগুনা : গত ১৮ই জুন মঙ্গলবার ঈদুল আযহার পরের দিন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর নির্দেশে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ভোলা, পটুয়াখালী ও বরগুনা যেলার বিভিন্ন স্থানের দুর্গত মানুষের মাঝে ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে কুরবানীর গোশত বিতরণ করা হয়। উক্ত স্থানগুলোর মধ্যে রয়েছে ভোলা সদর, বোরহানুদ্দীন, চরফ্যাশন, পটুয়াখালীর রাঙ্গাবালী, চরমোমতায, মিটার বাজার, বাইলাবুনিয়া, চরবিশ্বাস, ৫, ৮ ও ৯নং ওয়ার্ড, আন্ডারচর, আলেকান্ডা, আদর্শগ্রাম এবং বরগুনা যেলার সদরের ডি.কে.পি রোড, কদমতলা, বধু ঠাকুরাণী ও আমতলী উপযেলার চৌরাস্তা। ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীনের নেতৃত্বে উক্ত ত্রাণ বিতরণ কাজে অংশগ্রহণ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম, ঢাকা-দক্ষিণ যেলার সাংগঠনিক সম্পাদক অলী হাসান, অর্থ সম্পাদক মুহাম্মাদ হাসান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আনীসুর রহমান, কর্মী মুহাম্মাদ ইলিয়াস হোসাইন ও মুহাম্মাদ নাঈম, ঢাকা-উত্তর যেলা ‘আন্দোলন’-এর কর্মী মুহাম্মাদ, পটুয়াখালী যেলার সহ-সভাপতি আব্দুল্লাহ আল-ফারূক, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুজীবুর রহমান, কর্মী মুহাম্মাদ ছাকিব ও ছাববীর, বরগুনা যেলার সভাপতি অধ্যাপক ফকীর নূরুল আলম, সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ যাকির মোল্লা প্রমুখ।

উল্লেখ্য যে, উক্ত সফরের অংশ হিসাবে ঈদের চারদিন পূর্বে ক্ষতিগ্রস্ত এলাকার একটি প্রতিনিধি টিম পাঠানো হয়। এতে সার্বিক সহযোগিতা করেন চরফ্যাশন, ভোলার মুহাম্মাদ সারোয়ার হোসাইন ও মুহাম্মাদ আব্দুর রহমান। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে এসব স্থানে প্রতিনিধি টিম গঠন করা হয় এবং উপযুক্ত স্থানে কুরবানী করে এলাকার হকদারের মধ্যে গোশত বিতরণ করা হয়।







আরও
আরও
.