যেলা সম্মেলন

সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ মেনে চলুন!

-কুমিল্লা যেলা সম্মেলনে আমীরে জামা‘আত

কুমিল্লা ১৩ জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বিকাল ৩-টায় শহরের প্রাণকেন্দ্র টাউন হল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, দলীয় সংকীর্ণতা ও মাযহাবী গোঁড়ামি মুসলমানদেরকে আজ শতধা বিভক্ত করেছে। অথচ আমাদের উচিত ছিল একই কাতারে শামিল হয়ে নিরপেক্ষভাবে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ মেনে চলা। তিনি দেশের ইসলামপন্থী নেতাদের উদ্দেশ্যে বলেন, বৃহত্তর মুসলিম ঐক্যের মুখরোচক শ্লোগান দিয়ে কোন লাভ হবে না, যতক্ষণ না ঐক্যের মূল সূত্র বা মূলনীতি জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলনই একমাত্র ঐক্যের মূলনীতি তুলে ধরেছে। আর তা হচ্ছে সার্বিক জীবনে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসারী হওয়া। এই একটি শর্ত মেনে নিলেই কেবল বৃহত্তর মুসলিম ঐক্য সম্ভব। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন সঠিক দ্বীন জাতির সামনে তুলে ধরার  আন্দোলন। মানুষের সার্বিক জীবনের সমস্ত কর্ম পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী হ’তে হবে এটাই এ আন্দোলনের মৌলিক দাবী। আর এ জন্যই আমাদের শ্লোগান- আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছৈর আলোকে জীবন গড়ি। তিনি বলেন, নিজেদের মনগড়া আইনে বিগত ৬২ বছর দেশ চলছে। যার পরিণতিতে দেশ ক্রমেই অধঃপতনে যাচ্ছে। অতএব ইহকাল ও পরকালে সত্যিকারের মঙ্গল চাইলে দলমত নির্বিশেষে সকলকে ফিরে আসতে হবে আল্লাহর বিধানের কাছে। তাই আমরা দেশবাসীর প্রতি আহবান জানিয়েছি, ‘সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর’। তিনি বিগত সরকার কর্তৃক আহলেহাদীছ আন্দোলনের নেতা-কর্মীদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং তাদের দায়ের করা মিথ্যা মামলা সমূহ এখনো নিষ্পত্তি না হওয়ায় বর্তমান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মু‏হাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, নরসিংদী যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, কুমিল্লা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সরকার, ঢাকা যেলার মুবাল্লিগ শফীকুল ইসলাম প্রমুখ। সম্মেলনে যেলার বিভিন্ন এলাকা থেকে এবং লাকসাম, চাঁদপুর যেলা সহ দূর-দূরান্ত থেকে বহু শ্রোতা রিজার্ভ বাস, মাইক্রোবাস, সিএনজি প্রভৃতি যানবাহন যোগে বিপুল সংখ্যক কর্মী ও সুধী যোগদান করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাফর ইকরাম।

কুমিল্লা যেলার প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের পাশে আমীরে জামা‘আত : সম্মেলনের পরের দিন ১৪ জানুয়ারী শুক্রবার সকাল ৯-টায় মুহতারাম আমীরে জামা‘আত যেলার প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের দেখার উদ্দেশ্যে তাঁর সফরসঙ্গীদের নিয়ে কুমিল্লা শহর থেকে রওয়ানা হন। (১) যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা হাফেয আব্দুল মতীন সালাফীর কোরপাইস্থ বাসায় সামান্য বিরতির পর তিনি (২) যেলার দেবিদ্বার থানাধীন খিড়াইকান্দি গ্রামের ‘আন্দোলন’-এর সাধারণ পরিষদ সদস্য ও শাখা সভাপতি দীর্ঘদিন যাবত শয্যাশায়ী আলহাজ্জ আব্দুর রহমান মাষ্টারকে দেখার জন্য খিড়াইকান্দি গমন করেন। তিনি কিছু সময় তার পাশে কাটান ও তার সুস্থতার জন্য দো‘আ করেন। সেখান থেকে ফিরে এসে (৩) কাকিয়ারচর পশ্চিম পাড়া আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুম‘আর ছালাত আদায় করেন। আমীরে জামা‘আতের আগমনের সংবাদ শুনে আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মুছল্লী উক্ত মসজিদে ছালাত আদায় করার জন্য আসেন। জুম‘আর খুৎবায় আমীরে জামা‘আত মুছল্লীদের উদ্দেশ্যে সকল মতপার্থক্য ভুলে এলাহী বিধানের আলোকে তাক্বওয়াপূর্ণ জীবন যাপনের আহবান জানান।

ছালাত শেষে আমীরে জামা‘আত সফর সঙ্গীদের নিয়ে (৪) স্থানীয় ব্যবসায়ী জনাব আব্দুল মান্নান-এর বাড়ীতে আতিথেয়তা গ্রহণ করেন। সেখান থেকে (৫) তিনি কোরপাই শাখা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি অসুস্থ জনাব আব্দুল আযীয ডিলারকে দেখতে তার বাড়ীতে যান। আমীরে জামা‘আত কিছু সময় তার পাশে থাকেন এবং তার রোগমুক্তির জন্য দো‘আ করেন। (৬) অতঃপর মুহতারাম আমীরে জামা‘আত দীর্ঘদিন যাবত অসুস্থ ‘আন্দোলন’-এর সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ (অবঃ) আব্দুছ ছামাদকে দেখতে কাকিয়ারচর মধ্য পাড়াস্থ তার বাড়ীতে গমন করেন। সেখানে কিছু সময় অবস্থানের পর (৭) বিকাল ৪-টায় তিনি বুড়িচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। মাগরিবের কিছু পূর্বে তিনি বুড়িচং বাজার আহলেহাদীছ জামে মসজিদে পৌঁছেন এবং সেখানে আমীরে জামা‘আতের আগমন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব রোসমত আলী ছাহেব উপস্থিত ছিলেন। আমীরে জামা‘আত তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। উল্লেখ্য যে, জনাব রোসমত আলী অসুস্থতার কারণে টাউনহলের সম্মেলনে যেতে পারেননি। বাদ মাগরিব (৮) তিনি মসজিদ সংলগ্ন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র কার্যালয়ে কিছু সময় বসেন ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। (৯) অতঃপর আমীরে জামা‘আত কুমিল্লার ঐতিহ্যবাহী আহলেহাদীছ অধ্যুষিত গ্রাম জগতপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। (১০) পথিমধ্যে বুড়িচং বাজার সংলগ্ন প্রবীণ ব্যক্তি বুড়িচং শাখা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি আলহাজ্জ ইদরীস আলী ভূঁইয়া এবং ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদূদের পিতা দীর্ঘদিন যাবত অসুস্থ জনাব আব্দুর রাযযাক মাষ্টারকে দেখতে তাদের বাড়ীতে যান এবং তাদের রোগমুক্তির জন্য দো‘আ করেন।

জগতপুর গ্রামে পৌঁছে (১১) প্রথমে তিনি ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি সদ্য প্রয়াত আহমাদ শরীফ-এর কবর যিয়ারত করেন এবং তার বাড়ীতে পৌঁছে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি তার ইয়াতীম সন্তানদের কাছে টেনে দো‘আ করেন। (১২) অতঃপর একই গ্রামের ‘আন্দোলন’ শুভাকাঙ্খী কয়েকদিন পূর্বে মৃত্যুবরণকারী জনাব অহীদুর রহমান-এর বাড়ীতে গমন করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। (১৩) অতঃপর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ ছাহেবের বাড়ীতে গমন করেন এবং (১৪) এলাকাবাসীর অনুরোধক্রমে পার্শ্ববর্তী মাঝিবাড়ী ফুরকানিয়া মাদরাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জালসায় বক্তব্য পেশ করেন। (১৫) অতঃপর আগের দিন মৃত্যুবরণকারী ‘যুবসংঘে’র অনুমোদিত কর্মী এমরান হোসাইনের পিতা মোশাররফ হোসাইনের কবর যিয়ারত করেন ও তাঁর বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন। অতঃপর দিনব্যাপী কর্মসূচী শেষ করে স্বীয় সফরসঙ্গীদের নিয়ে রাত ১০-টায় তিনি কুমিল্লা শহরে পৌঁছেন।

দিনব্যাপী এই কর্মসূচীতে আমীরে জামা‘আতের সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা হাফেয আব্দুল মতীন সালাফী, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুছলেহুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরাফত আলী, যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি মুহাম্মাদ হারুণ ইবনে রশীদ, কুমিল্লা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আইনুল হক ও আমীরে জামা‘আতের দ্বিতীয় পুত্র ‘যুবসংঘ’-এর কর্মী আহমাদ আব্দুল্লাহ নাজীব প্রমুখ।

যুবসংঘ

প্রশিক্ষণ

কেশবপুর, যশোর ৬-৭ জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : গত ৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ আছর যেলার মজীদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর যেলার উদ্যোগে দু’দিন ব্যাপী কর্মী প্রশিক্ষণ শুরু হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আকবার হোসাইন ও সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল আহাদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুত্তালিব বিন ঈমান, বাগেরহাট যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুল মালেক প্রমুখ। প্রথম দিন বাদ আছর শুরু হয়ে পরের দিন আছর পর্যন্ত প্রশিক্ষণ চলে।

কমিটি গঠন

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব ২৫ নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বিকাল ৪-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মদীনা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের ছাত্র হাফেয আব্দুল মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন মুহাম্মাদ শরীফুল ইসলাম, মীযানুর রহমান, আব্দুল গণী প্রমুখ। আলোচনা সভায় হাফেয আব্দুল মতীনকে সভাপতি ও মুহাম্মাদ শরীফুল ইসলামকে সেক্রেটারী করে ৭ সদস্য বিশিষ্ট মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

আহলেহাদীছ মহিলা সংস্থা

মহিলা সমাবেশ

নেছারাবাদ, পিরোজপুর ৩ জানুয়ারী সোমবার : অদ্য বিকাল ৪-টায় নেছারাবাদ উপযেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সঙ্গীতকাঠী গ্রামের জাবের মিয়ার বাড়ীতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব জাবের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পিরোজপুর যেলার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। সমাবেশে উপস্থিত মহিলাগণ প্রচলিত মাযহাব ভিত্তিক আক্বীদা ও আমলের তাক্বলীদী বন্ধন ছিন্ন করে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক জীবন যাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা নির্ভেজাল তাওহীদের পতাকাবাহী এদেশের একক মহিলা সংগঠন ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’র অধীনে সমবেত হয়ে জামা‘আতবদ্ধ জীবন যাপনেরও অঙ্গীকার ব্যক্ত করেন।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কালদিয়া মাদরাসার সাফল্য

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০১০ সালের ৫ম শ্রেণীর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘আন্দোলন পরিচালিত বাগেরহাটের আল-মারকাযুল ইসলামী মাদরাসা ও ইয়াতীমখানা, কালদিয়ার ছাত্ররা শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। এ পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন ১ম বিভাগে, ৫ জন ২য় বিভাগে এবং ১ জন ৩য় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে মুহাম্মাদ রমযান শেখ ও মুহাম্মাদ অলিউল্লাহ বিশ্বাস ১ম বিভাগে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।






আন্দোলন
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
কেন্দ্রীয় ইয়াতীম সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (‘সমসাময়িক সামাজিক সমস্যা : যুবকদের করণীয়’-শীর্ষক)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড (শিক্ষক প্রশিক্ষণ ২০২১)
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি
আমীরে জামা‘আতের ১ম রাতের ভাষণ
যেলা সম্মেলন : মেহেরপুর (জীবনের সফরসূচী স্মরণ করুন!)
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
সুধী সমাবেশ : সিলেট (সবকিছু ছেড়ে অহি-র বিধান কায়েম করুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আরও
আরও
.