যুব সমাবেশ
১৪ই জুন শনিবার, তানোর, রাজশাহী : অদ্য সকাল ১১-টায় যেলার তানোর উপযেলা পরিষদ অডিটরিয়ামে ‘যুবসংঘ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ দুররুল হুদা, ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই মাদানী, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম প্রমুখ।
১৫ই জুন রবিবার, বাগডোব, মহাদেবপুর, নওগাঁ : অদ্য সকাল ৯-টায় যেলার মহাদেবপুর উপযেলাধীন বাগডোব বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ আবুল কালাম।
আঞ্চলিক প্রশিক্ষণ
২ ও ৩ মে শুক্র ও শনিবার শাসনগাছা, কুমিল্লা : গত ২রা মে অদ্য শুক্রবার বাদ আছর কুমিল্লা যেলা শহরের শাসনগাছা আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে ‘হাদীছ ফাউশেন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে বোর্ড অধিভুক্ত চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও প্রতিনিধিদের সমন্বয়ে ২ দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ শুরু হয়। শেষ হয় ৩রা মে শনিবার বাদ আছর। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘বোর্ডে’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান, গাযীপুর-উত্তর সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদুল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার মাস্টার ট্রেইনার মুহাম্মাদ ইউসুফ আহাম, কুমিল্লা সরকারী টিসার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ আবুল কাসেম, সাতকানিয়া সরকারী কলেজ, চট্টগ্রামের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ইয়াসীন মিয়া, কোম্পানীগঞ্জ বদীউল আলম ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগীয় প্রধান নূরুল ইসলাম শামীম, কুমিল্লা যেলা স্কুলের সিনিয়র শিক্ষক ইব্রাহীম খলীল প্রমুখ। প্রশিক্ষণে মোট ১২৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সাবেক সাধারণ সম্পাদক অলিউল্লাহ।