উত্তর
: ছালাতের জন্য ওযূ করে পবিত্র হয়ে পরিচ্ছন্ন পোষাক ও দেহ-মন নিয়ে কা‘বা
গৃহপানে মুখ ফিরিয়ে মনে মনে ছালাতের সংকল্প করে বিনম্রচিত্তে দাঁড়াতে হবে।
আল্লাহ বলেন, قُوْمُوْا لِلّهِ قَانِتِيْنَ ‘তোমরা আল্লাহর জন্য
নিবিষ্টচিত্তে দাঁড়িয়ে যাও’ (বাক্বারাহ ২/২৩৮)। পায়ে পা, টাখনুর সাথে টাখনু ও কাঁধে কাঁধ মিলিয়ে কাতারের মাঝে দাঁড়াবে (বুখারী, মিশকাত হা/১০৮৬, ১১০২, ১০৯৩)। ডান পায়ের বুড়ো আঙ্গুল নড়াচড়া করা যাবে না মর্মে কোন দলীল পাওয়া যায় না। তবে দাঁড়ানোর সময় পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে দাঁড়াবে (বুখারী, বুলূগুল মারাম হা/২৬৬)।