উত্তর : লজ্জাস্থান দিয়ে পুঁজ বা কোন তরল পদার্থ বের হ’লে ছিয়াম ভঙ্গ হবে না। কারণ এটি ছিয়াম ভঙ্গের কারণ নয়। তবে তার ওযূ নষ্ট হয়ে যাবে। এক্ষণে যার অনবরত কিছু বের হয় সে প্রতি ছালাতের সময় ওযূ করে ছালাত আদায় করবে। এর মধ্যে কিছু বের হ’লে তার ছালাতের কোন ক্ষতি হবে না’ (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২১/২১৯-২০; ফাতাওয়া ইসলামিয়াহ ১/১৯২)।
প্রশ্নকারী : রূহুল আমীন, বাঘা, রাজশাহী।