চীনে এখন চাইলেই ডাকা যাবে চালকবিহীন রোবোট্যাক্সি। অনেক পরীক্ষার পর ‘অটোএক্স’ নিয়ে এসেছে ঐ চালকবিহীন পরিবহন সেবা। চীনের শেনজেন অঞ্চলে চলমান ঐ পাইলট কর্মসূচীতে যোগ দিতে হ’লে প্রথমে সাইন আপ করে নিতে হবে আগ্রহীদেরকে। এরপর সদস্য ক্রেডিট ব্যবহার করা যাবে। চালকবিহীন গাড়িটি মূলত পরিবর্তিত ‘ক্রাইসলার প্যাসিফিয়া’। ব্যবহারকারীর সামনে কোন চালক ছাড়াই এসে হাযির হবে গাড়িটি। তারপর তাকে নিয়ে পৌঁছে দেবে গন্তব্যে। এক ডেমো ভিডিওতে অটোএক্স দেখিয়েছে, তাদের চালকবিহীন গাড়ি পার্ক করে রাখা অন্য গাড়ি, ছুটতে থাকা স্কুটারকে পাশ কাটাচ্ছে এবং লাল বাতির সংকেত মানছে। আশপাশের পরিবেশ বুঝতে ‘লাইডার’, ‘রেডার’ এবং ‘ব্লাইন্ড স্পট সেনসিং’ প্রযুক্তির সমন্বয় ব্যবহার করে চালকবিহীন গাড়িটি। পুরোপুরি চালকবিহীন রোবোট্যাক্সি গোটা বিশ্বে এখনও দুর্লভ। এ ধরনের গাড়ি রাস্তায় পুরোদমে চালু হওয়ার আগে পরিশোধিত প্রযুক্তি ও আপডেটেড নীতিমালার সমন্বয়ের প্রয়োজন পড়বে।






আরও
আরও
.