চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে সময় নেয় এক মিনিট তিন সেকেন্ড, সূর্যের আলো নেয় আট মিনিট। আর ছায়াপথ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় নিল কয়েকশ’ কোটি বছর। কি অবিশ্বাস্য! মহাকাশের শেষ কোথায়? মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, হাবল টেলিস্কোপ একটি ছায়াপথ শনাক্ত করেছে যা ১৩ হাযার চারশ’ কোটি আলোকবর্ষ দূরে। টেলিস্কোপের মাধ্যমে সন্ধান পাওয়া এ যাবৎকালের মধ্যে এটির দূরত্ব সবচেয়ে বেশী। এই ছায়াপথের নাম দেয়া হয়েছে জিএন-জেড ১১। প্রাথমিক অবস্থায় মহাবিশ্ব কেমন ছিল, সে বিষয়ে বিজ্ঞানীরা ধারণা পাওয়ায় এর গুরুত্ব অনেক বেশী। সম্প্রতি নাসা ছায়াপথটির প্রথম ছবি প্রকাশ করে


[সূরা ফাতিহার শুরুতেই রয়েছে ‘সকল প্রশংসা আল্লাহর জন্য। যিনি জগৎসমূহের প্রতিপালক’। অতএব মহাশূন্যে অবস্থিত অসংখ্য অজানা বিশ্ব সবই তাঁর অনন্য সৃষ্টি। এভাবে কুরআনী সত্য একে একে প্রকাশিত হবে, এটাই স্বাভাবিক। অতএব হে মানুষ! আল্লাহতে বিশ্বাসী হও ও তাঁর ইবাদতে রত হও (স.স.)]



বিষয়সমূহ: নারী সমাজ
আরও
আরও
.