প্রচন্ড গরমে প্লাস্টিক থেকে তৈরী পোশাকের উপাদান এবার মানুষের দেহ শীতল রাখবে এয়ার কন্ডিশনের মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক পোশাকের জন্য এমন উপাদান তৈরী করেছেন। ঐ উপাদান পোশাকের মধ্যে বুনে দিলে শরীর শীতল থাকবে। বাড়তি কোন এয়ার কন্ডিশন প্রযুক্তির প্রয়োজন হবে না। গবেষকেরা বলছেন, উষ্ণ অঞ্চলে যারা বাস করেন তাঁদের জন্য এই পোশাক কাজে লাগানো যাবে। গবেষকেরা শীতল পোশাক তৈরী করতে ন্যানোপ্রযুক্তি, ফোটোনিকস ও রসায়ন একসঙ্গে করেছেন এবং এই টেক্সটাইল আরও উন্নত করতে কাজ করে যাচ্ছেন।







আরও
আরও
.