২২ তলার সমান বিশ্বের সর্ববৃহৎ কনটেইনার জাহায নির্মাণ করেছে চীন। গত কয়েক বছরে চীনে জাহায প্রস্ত্ততকরণ শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। বড় আকারের যুদ্ধ জাহায, কনটেইনার শিপ এবং বড় ক্রুজসহ সবধরনের জাহায তৈরী করার সক্ষমতা অর্জন করেছে তারা।

বিশাল এ জাহাযের দৈর্ঘ্য ৪০০ মিটার বা প্রায় অর্ধ কি.মি.। যা যুদ্ধ জাহাযের চেয়েও দীর্ঘ। ডেকের আয়তন ৩.৫টি ফুটবল মাঠের সমান। কার্গোর গভীরতা ৩৩.২ মিটার। এতে একসাথে ২৪ হাযার কনটেইনারে ২.৪ লাখ টন মালামাল পরিবহন করা যায়। জাহাযটির উচ্চতা ২২ তলা ভবনের সমান। জাহায মালিকদের মতে, এটি মালামাল পরিবহনের রাজা। জ্বালানী সাশ্রয়ের দিক থেকেও এটি সেরা। কম জ্বালানী ব্যবহার করে দ্রুত গতিতে চলতে পারবে এটি। এছাড়া চীনের নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন ডিজাইনের কারণে ঐতিহ্যবাহী জাহাযের তুলনায় এর প্রতিদিন কার্বন নির্গমনের পরিমাণ ৩৮ টন কম হবে।

 






আরও
আরও
.