নেপাল
ও ভূটানের সাথে যোগাযোগ বাড়াতে ভারতের কাছ থেকে তাদের আরও নতুন ভূমি ও
রেললাইন এবং স্থলবন্দর ব্যবহারের সুযোগ চায় বাংলাদেশ। দিল্লীতে দুই দেশের
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তথা মাস‘ঊদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশী
প্রতিনিধিদল এবং হর্ষবর্ধন শ্রীংলার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের ঐ বৈঠকে
গত ৫ই ফেব্রুয়ারী ভারতের কাছে এমন অনুরোধ তুলে ধরেছেন বাংলাদেশের
পররাষ্ট্র সচিব।
২০১৬ সালে বাংলাদেশ-ভারত-নেপাল-ভূটান আন্তঃদেশীয় রেল যোগাযোগ স্থাপনে একমত হয়েছিল। আর এবার ঢাকা অনুরোধ জানালো দিল্লীর কাছে এই বাবদে ভারতকে নতুন ভূমি, রেললাইন ও স্থলবন্দর ব্যবহার করতে দিতে। তবে আরো কিছু বিষয়ও আলোচনা হয়েছে সেখানে। যেমন তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের বিষয়টি আবারো তুলে ধরা হয়েছে। যার প্রেক্ষিতে ভারতীয় পক্ষ যথারীতি আশ্বাস দিয়ে বলেছে, বিষয়টি বিবেচনাধীন রয়েছে। বৈঠকে ঢাকার তরফ থেকে বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে মোটর যোগাযোগ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মিয়ানমারের বাস্ত্তচ্যূত রোহিঙ্গাদের জন্য রাখাইনে যথাযথ পরিবেশ তৈরি করে তাদের সেখানে ফিরিয়ে নেয়ার জন্য ভারতের আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। নয়াদিল্লীর হায়দরাবাদ হাউজে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল মূলতঃ আগামী মার্চে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রস্ত্ততি নিয়ে।