শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে হাযার ছাড়িয়েছে বিশ্বময় ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা। বাংলাদেশে এ পর্যন্ত ২৫ সহস্রাধিক আক্রান্ত ও ৮৬ জনের মৃত্যুর রিপোর্ট পাওয়া গেছে সরকারীভাবে। বেসরকারীভাবে সাড়ে ৩ লাখের অধিক আক্রান্ত হয়েছে বলে পত্রিকান্তরে প্রকাশ। সরকারী-বেসরকারী কোন হাসপাতালে ঠাঁই নেই। আবর্জনার শহর ঢাকা ছাড়ছে সবাই। তাতে বহন করে নিয়ে আসছে অনেকে ডেঙ্গুর বীজানু। ফলে ৩১শে জুলাইয়ের মধ্যেই দেশের ৬৪টি যেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। হাসপাতাল ছাড়াও বাসাতেও রয়েছে অসংখ্য ডেঙ্গু রোগী। যারা সরকারী হিসাবের বাইরে। 

ইতিমধ্যে ডেঙ্গু বিশ্ব মহামারীতে রূপ নিয়েছে। পশ্চিম গোলার্ধের দেশগুলোতে অন্তত ১৪ লাখ ডেঙ্গু জ্বরের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এরমধ্যে শতকরা ৮৬ ভাগই হচ্ছে ব্রাজিল (১২ লাখ), কলাম্বিয়া (৬১ হাযার), নিকারাগুয়া, (৪৬ হাযার) ও মেক্সিকোতে (৩০ হাযার) আক্রান্ত ডেঙ্গু রোগী। ঐ অঞ্চলে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ফিলিপাইন দেশজুড়ে জাতীয় ডেঙ্গু সতর্কতা জারী করেছে। দেশটিতে এ পর্যন্ত লক্ষাধিক মানুষ এ রোগে আক্রান্ত ও ৪৫৬ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডে ৫০ হাযারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং ৬২ জনের মৃত্যু হয়েছে। শ্রীলংকায় ২২ হাযার মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সিঙ্গাপুরে এপর্যন্ত ৮০২৩ এবং মালয়েশিয়ায় ৪ হাযার মানুষ আক্রান্ত হয়েছে। কম্বোডিয়া, চীন ও ভিয়েতনামেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।






আরও
আরও
.