গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঈমান ও আক্বীদা বিষয়ক)-এর সঠিক উত্তর

১. না, তিনি মাটির তৈরী (কাহফ ১১০)

২. না, তিনি গায়েম জানতেন না (আন‘আম ৫০)

৩. না, তিনি মৃত্যুবরণ করেছেন (যুমার ৩০)

৪. হ্যাঁ, তিনি মৃত্যুবরণ করেছেন।

৫. না, তিনি হাযের-নাযের নন। এরূপ বিশ্বাস করা কুফরী।

৬. না (জিন ২১)

৭. বিদ‘আত।

গত সংখ্যার মেধা পরীক্ষা (মানবদেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ৫-৬ লিটার।      ২. ২৩ জোড়া।

৩. ২০৬টি।           ৪. ২২ লক্ষ।

৫. ৬ লিটার।         ৬. ফসফরাস।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (জীবন চরিত বিষয়ক)

১. ইমাম বুখারীর প্রকৃত নাম কি? তাঁর জন্ম-মৃত্যু সাল কত?

২. ইমাম মুসলিমের প্রকৃত নাম কি? তাঁর জন্ম-মৃত্যু সাল কত?

৩. ইমাম আবূদাঊদের প্রকৃত নাম কি? তাঁর জন্ম-মৃত্যু সাল কত?

৪. ইমাম তিরমিযীর প্রকৃত নাম কি? তাঁর জন্ম-মৃত্যু সাল কত?

৫. ইমাম নাসাঈর প্রকৃত নাম কি? তাঁর জন্ম-মৃত্যু সাল কত?

৬. ইমাম ইবনু মাজাহর প্রকৃত নাম কি? তাঁর জন্ম-মৃত্যু সাল কত?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়ক)

১. বাংলাদেশের পোস্টাল একাডেমী কোথায় অবস্থিত?

২. ঢাকা বাংলার রাজধানী স্থাপনকালে মোগল সুবেদার কে ছিলেন?

৩. বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

৪. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ স্থল কোথায়?

৫. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোথায়?

৬. বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

শাসনগাছা, কুমিল্লা ২রা জুলাই বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় কুমিল্লার শাসনগাছা আল-মারকাযুল ইসলামী মাদরাসা সংলগ্ন মসজিদে, যেলা সোনামণির উদ্যোগে কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’১৫ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও সোনামণি প্রধান উপদেষ্টা মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুছলেহুদ্দীন। প্রশিক্ষণ প্রদান করেন যেলা সোনামণি পরিচালক মুহাম্মাদ আতীকুর রহমান ও সাবেক পরিচালক মুহাম্মাদ জা‘ফর। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মিছবাহুদ্দীন।

মাদারটেক, ঢাকা ৩রা জুলাই শুক্রবার : অদ্য বাদ ফজর মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’১৫ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক জনাব ফরীদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম, যেলা সোনামণি পরিচালক হাফেয আনীসুর রহমান ও অত্র মসজিদ সংশ্লিষ্ট হাফেযিয়া মাদরাসার শিক্ষক হাফেয শামীম কবীর।

সুধী সমাবেশ ও আলোচনা সভা

খানপুর, বিরামপুর, দিনাজপুর ৯ই জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর খানপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা সোনামণি পরিচালনা পরিষদ গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব কিতাবুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারূনুর রশীদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রামাযান আলী ও রাজশাহী কলেজ শাখার সভাপতি রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স, নওদাপাড়া, রাজশাহীর আলিম শেষ বর্ষের ছাত্র মুস্তাফীযুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব শহীদুল আলম। অনুষ্ঠান শেষে রায়হানুল ইসলামকে পরিচালক করে যেলা সোনামণি পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

আলোচনা সভা ও ইফতার মাহফিল

বইলর, ত্রিশাল, ময়মনসিংহ ৬ই জুলাই সোমবার : অদ্য বাদ আছর বইলর আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি যেলা ‘পরিচালনা পরিষদ’ গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের মুতাওয়াল্লী কাযী আতীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদের ইমাম মুতীউর রহমান ও চকপাড়া আহলেহাদীছ জামে মসজিদের ইমাম আব্দুস সালাম। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ আলীকে পরিচালক করে যেলা সোনামণি পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।







আরও
আরও
.