গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. অধিক পঠিত।          ২. আল্লাহ তা‘আলার।

৩. ৫টি। (ক) আল-কুরআন (খ) আল-কিতাব (গ) আল-ফুরক্বান (ঘ) আয-যিকর (ঙ) আত-তানযীল।

৪. লাওহে মাহফূযে।      ৫. নবী মুহাম্মাদ (ছাঃ)-এর উপর।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)-এর সঠিক উত্তর

১. একটি ইলেক্ট্রনিক যন্ত্র।

২. গণক বা হিসাবকারী।                ৩. হাওয়ার্ড এইকিন।

৪. এটি ছোট মাপের ব্রিফকেস আকৃতির মাইক্রো কম্পিউটার।

৫. ১৯৮১ সালে, ‘এপসন’ নামক কোম্পানী।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. পবিত্র কুরআন কোন রাসূলের উপর অবতীর্ণ হয়?

২. পবিত্র কুরআনের প্রথম কোন সূরার কতটি আয়াত অবতীর্ণ হয়?

৩. পবিত্র কুরআন নাযিলের ধারাবাহিকতা কত বছরে শেষ হয়?

৪. জামে‘উল কুরআন কাকে বলা হয়?

৫. ওছমান (রাঃ) কর্তৃক সংরক্ষিত কুরআনের নাম কি?

সংগ্রহে : বযলুর রহমান

 কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১. ঢাক ঢোল ভিতরে খোল, নহে নদী বহে জল।

২. জলকে জল বলি না বলি অন্য কথা

    মাথা কাটলেও মাথা থাকে একি আজব কথা।

৩. আন্ধা কূয়ার চান্দা মাছ, ফুল ফুটে বার মাস।

৪. যখন কাটে নাড়ি,  তখন ওঠে দাড়ি।

৫. রাজার পুত কোটালের নাতি, ষাট কাপড় দিয়ে বাঁধছে গাঁটটি।

সংগ্রহে : সাখাওয়াত হোসাইন

পরিচালক, রজনীগন্ধা শাখা, সোনামণি মারকায এলাকা।

সোনামণি সংবাদ

সোনামণি’র উদ্যোগে আগস্ট মাসে সারা দেশে অনুষ্ঠিত প্রোগ্রাম সমূহ নিম্নরূপ-

১ আগষ্ট বুধবার : ব্রজনাথপুর, পাবনা; ২ আগষ্ট বৃহস্পতিবার : ভুগরইল, পবা, রাজশাহী; ৩ আগষ্ট শুক্রবার : দৌলতপুর, কুষ্টিয়া; ৪ আগষ্ট শনিবার : ডাকবাংলা, ঝিনাইদহ ও গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; ৫ আগষ্ট রবিবার : নন্দলালপুর, কুষ্টিয়া ও ভেলাবাড়ী, লালমণিরহাট; ৬ আগষ্ট, সোমবার : পাঁচপীর, কুড়িগ্রাম; ৭ আগষ্ট মঙ্গলবার :  সমসপুর, বাগমারা ও হাবাসপুর, বাঘা, রাজশাহী; ৮ আগষ্ট, বুধবার : জলাইডাংগা, রংপুর ও রাজনগর, সাতক্ষীরা; ৯ আগষ্ট বৃহস্পতিবার : ভাদিয়ালী ও রাজপুর, কলারোয়া, সাতক্ষীরা; ১০ আগষ্ট শুক্রবার : ডাকবাংলাপাড়া, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ; ১৩ আগষ্ট সোমবার : বড়কুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ; ১৭ আগষ্ট শুক্রবার : সোনারপাড়া, পুঠিয়া, রাজশাহী; ১৮ আগষ্ট শনিবার : দেবনগর, সাতক্ষীরা; ২৩ আগষ্ট বৃহস্পতিবার : মানিকহার, পাটকেলঘাটা, সাতক্ষীরা। এসব প্রোগ্রামে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ ও বযলুর রহমান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট যেলা দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

নওদাপাড়া, রাজশাহী ৬ ও ৭ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য বৃহস্পতিবার সকাল ৮-টায় ‘সোনামণি’র উদ্যোগে যেলা দায়িত্বশীলদের সমন্বয়ে এক ‘দায়িত্বশীল প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও ‘সোনামণি’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিভিন্ন যেলা থেকে আগত প্রায় ৭০ জন দায়িত্বশীলের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম, কেনদ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এবং মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও ‘সোনামণি’র সাবেক পৃষ্ঠপোষক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘সোনামণি’র পৃষ্ঠপোষক মুযাফফর বিন মুহসিন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, মুহাদ্দিছ আব্দুল খালেক সালাফী, রাজশাহী যেলা ‘সোনামণি’র সাবেক পরিচালক এবং ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মুবাল্লিগ মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘সোনামণি’র প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস, বর্তমান কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ ও বযলুর রহমান প্রমুখ।

ভন্ড মুসলিম

তামান্না বিনতে কাফী

খয়েরসূতি, দোগাছী, পাবনা।

যাদের ছালাত-ছিয়াম নাই

তাদের ঈদের খুশি বেশী,

ঈদুল আযহায় নাম রাখিতে

কুরবানী দেয় খাসি।

ঈদ আসলে মুসলিম হিসাবে

রাজকীয় পোশাক চাই,

ঈদটা চলে গেলে

আমরা আর মুসলিম নাই।

এই হ’ল ভন্ড মুসলিম

মুসলিম নামের কলংক,

নয়তো সে মুসলিম খাঁটি

প্রমাণ আছে জ্বলন্ত।

জাগাও বিবেক

মুহাম্মাদ আব্দুল্লাহিল বাকী

নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।

ঘুমিয়ে গেছে ঈমানী আত্মারা

অন্ধকারে ছেয়ে গেছে দেশ।

নির্বিঘ্নে পশুদের ন্যায় চলাফিরা

কোথাও নেই ভদ্রতার লেশ।

নগ্নতায় মেতেছে নারী-পুরুষ

জন্মাচ্ছে অসভ্যতা আর বর্বরতা,

তা দেখে পিপাসুরা আনন্দে বেহুঁশ

মরে গেছে ধর্ম ও নৈতিকতা।

পশুত্ব দূর করে জাগাতে বিবেক

ঈমানকে দৃঢ় কর হইতে সতেজ।

জাগাও বিবেক মানো ধর্ম,

বাংলার বুক থেকে তাড়াও অপকর্ম।

***






আরও
আরও
.