(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার সুধী আলহাজ্জ মুহাম্মাদ শহীদুল ইসলাম তালুকদার (৭২) গত ৬ই ডিসেম্বর রবিবার বাদ মাগরিব ঢাকার পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। পর দিন বেলা ২-টায় কালাই ময়েনুদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন এলাকার প্রবীণ আলেম মাওলানা মুহাম্মাদ ফযলুর রহমান। জানাযায় যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র নেতা-কর্মী ও উপদেষ্টাবৃন্দ ছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট রাজনীতিবিদসহ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে যান। তিনি এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ছিলেন।

১৭ই জানুয়ারী’২০ শুক্রবার আমীরে জামা‘আত যেলা সম্মেলন উপলক্ষে জয়পুরহাট আগমন করলে মরহূমের বাসায় দুপুরের আতিথেয়তা গ্রহণ করেন। এদিন তিনি কালাই কমপ্লেক্স জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন এবং বাদ জুম‘আ কমপ্লেক্স পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

অতঃপর বাদ মাগরিব তিনি যেলা সম্মেলনের উদ্দেশ্যে আমীরে জামা‘আত কালাই থেকে জয়পুরহাট শহরে গমন করেন এবং শহরের রামদেব বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় ময়দানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন। জনাব শহীদুল ইসলাম তালুকদার আমীরে জামা‘আতের ভাষণ শোনার জন্যই রাতে জয়পুরহাটে সম্মেলন স্থলে পৌঁছেন ও তাঁর বক্তব্য শ্রবণ করেন। পরে মুহতারাম আমীরে জামা‘আতের নির্দেশে যেলার প্রধান উপদেষ্টা মুহাম্মাদ মাহফূযুর রহমান ও যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মোশতাক আহমাদ সারোয়ার জনাব শহীদুল ইসলাম তালুকদারকে হাদীছ ফাউন্ডেশন প্রকাশিত ১ সেট বই, দৈনন্দিন পঠিতব্য দো‘আ সমূহ ক্যালেন্ডার ও ছালাতের স্থায়ী সময়সূচী হাদিয়া প্রদান করেন।

স্মৃতি : কালাই জুম্মাপাড়া আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন ময়দানে সম্মেলন করার পর মুহতারাম আমীরে জামা‘আত কালাই উপযেলা শহরে আহলেহাদীছের একটি মারকায করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের নিকট আবেদন করেন। উক্ত আবেদনক্রমে তারা আমীরে জামা‘আত কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত সমাজকল্যাণ সংস্থা তাওহীদ ট্রাষ্ট (রেজিঃ) বরাবর ৩০শে জুন ১৯৯৩ সালে ৩০৭৬/৯৩ দলীল মূলে ২০ শতক জমি দানপত্র রেজিষ্ট্রি করে দেন। ঐ সময় ঢাকা-জয়পুরহাট মহাসড়কে কালাই বাসস্ট্যান্ড ব্যতীত আশপাশে তেমন কোন বাজার-ঘাট ছিল না। ১৯৯৮ সালের ৬ই সেপ্টেম্বর রবিবার ৪২টি দোকান ও তার উপরে জামে মসজিদ ও মাদ্রাসা সহ কালাই কমপ্লেক্স উদ্বোধন করা হয় (আত-তাহরীক ২/১সংখ্যা, অক্টোবর’৯৮)। পরে রাস্তার পূর্ব পার্শ্বে আরেকটি মার্কেট প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কালাই পুরোদস্ত্তর একটি শহরে পরিণত হয়েছে।

উল্লেখ্য যে, কালাই কমপ্লেক্স উদ্বোধনের দিন কমপ্লেক্সের সম্পাদক মাওলানা হাফীযুর রহমান (মৃ. ২২শে নভেম্বর ২০০৫), যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা আব্দুর রহমান (বর্তমানে শয্যাশায়ী), যেলা ‘যুবসংঘে’র সভাপতি মাহফূযুর রহমান (বর্তমানে যেলা প্রধান উপদেষ্টা), আল-হেরা শিল্পগোষ্ঠীর প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম (মৃ. ১৪.১২.১৫; পূর্বনাম শফীউল আলম)-এর নেতৃত্বে ৪১টি হোন্ডা নিয়ে কর্মীদের বিরাট একটি বহর কালাই থেকে আক্কেলপুর সড়কে ১৬ কি.মি. দূরে আমীরে জামা‘আত প্রতিষ্ঠিত সড়ক সংলগ্ন খেজুরতলী আহলেহাদীছ জামে মসজিদ থেকে আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীদের অভ্যর্থনা দিয়ে কালাই কমপ্লেক্সে নিয়ে আসেন। সেদিন জনাব শহীদুল ইসলাম তালুকদারের বাসায় আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীগণ আতিথেয়তা গ্রহণ করেন। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন সিনিয়র নায়েবে আমীর শায়েখ আব্দুছ ছামাদ সালাফী, তাওহীদ ট্রাষ্টের সাতক্ষীরা যেলা প্রকল্প পরিচালক জনাব এমদাদুল হক (মৃ. ৮ই নভেম্বর ২০০৬) ও অন্যান্য কেন্দ্রীয় মেহমান। জানা আবশ্যক যে, কালাই কমপ্লেক্সকে পূর্ণতা দানের জন্য তার সহযোগী হিসাবে আমীরে জামা‘আত ঢাকা-জয়পুরহাট হাইওয়ে সংলগ্ন পার্শ্ববর্তী তালতলীতে ২০০১ ও ২০০২ সালে ৬ একর ২৩ শতক জমি এবং জয়পুরহাট শহরের অনতিদূরে মহাসড়ক সংলগ্ন কোমরগ্রামে ১৩ই ফেব্রুয়ারী ১৯৯৪ সালে ১৯৪৬/৯৪ দলীল মূলে ২৪ শতক জমি  ট্রাষ্টের নামে খরীদ করেন। এতদ্ব্যতীত ১৮ই মে ১৯৯৪ সালে জয়পুরহাট শহরের আরামনগরে তিনি কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এটি ছিল জয়পুরহাট শহরের প্রথম আহলেহাদীছ জামে মসজিদ (বাগ-১৮/৯৪)।

(২) জয়পুরহাট যেলা ‘আহলেহাদীছ যুবসংঘে’র সাবেক অর্থ সম্পাদক ও ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক এবং বর্তমানে কালাই কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি জনাব মুছতফা (গোলাম মুছতফা) গত ২০শে ডিসেম্বর’২০ রবিবার ৬৫ বছর বয়সে নিজ গ্রাম কালাই জুম্মাপাড়ায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। একইদিন বেলা ২-টায় অনুষ্ঠিত তাঁর জানাযার ছালাতে ইমামতি করেন কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা সলীমুল্লাহ। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা জনাব মাহফূযুর রহমান এবং ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র নেতা-কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর জানাযায় উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী ও ২ পুত্র রেখে যান।

(৩) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার তালা উপযেলার সাংগঠনিক সম্পাদক ও নগরঘাটা এলাকার সভাপতি ‘আন্দোলন’-এর সাধারণ পরিষদ সদস্য ডাঃ আব্দুর রঊফ (৬৫) গত ২রা নভেম্বর’২০ সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর সরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা, নাতি-নাতনী সহ বহু গুনগ্রাহী রেখে যান। পরদিন ৩রা নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০-টায় নগরঘাটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। অছিয়ত অনুযায়ী জানাযার ছালাতে ইমামতি করেন তার ভাতিজা তালা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ও শার্শা দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মশিউর রহমান। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যেলা ‘যুবসংঘে’র সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুজাহিদুর রহমান সহ যেলা ও উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার পিতা-মাতার পাশে তাকে দাফন করা হয়।

(৪) ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ ইসহাকের স্ত্রী মুসাম্মাৎ সালমা আখতার গত ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২-টায় নারায়ণগঞ্জ সরকারী হাসপাতালে শ^াসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্বামী ও সাড়ে চার বছরের ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন রাত সাড়ে ৮-টায় যেলার সদর থানাধীন খালপাড় শাহী ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি তার ছোট ভাই নরসিংদী সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মাহবূবুর রহমান। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা কাযী আমীনুদ্দীন, সহ-সভাপতি মাহফূযুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি দেলাওয়ার হোসাইন সহ যেলা ‘আন্দোলন, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে খালপাড় সামাজিক গোরস্থানে দাফন করা হয়।






আরও
আরও
.