গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূরা কাওছার।        ২. সূরা কুরায়েশ, ফালাক্ব ও আছর।

৩. সূরা নামল।           ৪. সূরা বারাআত বা তওবায়।

৫. ১১৪ বার।             ৬. সূরা আছর।          ৭. ২৫ জন।

৮. হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাকে মাক্কী এবং পরে অবতীর্ণ সূরাকে মাদানী সূরা বলে।

৯. চার স্থানে। সূরা আলে ইমরান ১৪৪, আহযাব ৪০, মুহাম্মাদ ২ এবং ফাতাহ ২৯নং আয়াতে।

১০. সূরা আলাক্বের ১ম পাঁচ আয়াত।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. পবিত্র কুরআনের কোন্ সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে?

২. পবিত্র কুরআনের কোন্ সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান?

৩. পবিত্র কুরআনের কোন্ সূরার প্রতি ভালবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে?

৪. কোন্ সূরাটি পবিত্র কুরআনের এক-চর্তুথাংশের সমান?

৫. পবিত্র কুরআনের কোন্ সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেৎনা থেকে রক্ষা করবে?

৬. পবিত্র কুরআনের কোন্ দু’টি সূরা জুম‘আর দিন ফজরের ছালাতে তেলাওয়াত করা সুন্নাত?

৭. পবিত্র কুরআনের কোন্ দু’টি সূরা জুম‘আর ছালাতে তেলাওয়াত করা সুন্নাত?

৮. পবিত্র কুরআনের কোন্ সূরাটি সর্বপ্রথম পূর্ণাঙ্গরূপে নাযিল হয়?

৯. পবিত্র কুরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল?

১০. সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন?

 সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

কেউ আসে নাই ফিরে

এফ.এম. নাছরুল্লাহ হায়দার

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

কত মানব-মানবীর পৃথিবীতে জন্ম

কালে কালে অবসান,

কেউ আসে নাই ফিরে পৃথিবীর নীড়ে

দেখতে তার প্রিয়জন।

পরপারের সোপানে যে দিয়েছে পাড়ি

আসে নাই আর সে পৃথিবীতে,

গুপ্তধন মানিক, হীরা-কাঞ্চন

একটি বার সে নিতে।

কত জনমের কত অজানা কথা

ইতিহাসের পাতা বলে,

আসা-যাওয়ার মাঝে এই পৃথিবী

বিধাতার ইশারায় চলে।

সৃষ্টির রহস্য স্রষ্টা জানে

চলতে হবে তাঁর বিধান মেনে,

মরার আগে মরে,

আমাদের সুখের প্রদীপ জ্বলছে

জান্নাতেরই ঘরে।

জান্নাত

আব্দুল্লাহ আল-মামূন

দৌলতপুর, কুষ্টিয়া।

কোন চক্ষু তারে

করেনি দর্শন

কোন কর্ণ বিবরণ

করেনি শ্রবণ

কোন অন্তর করেনি কল্পনা।

রয়েছে সেথায়

অসীম শান্তি-সুখ

যেথা নাই

কোন ব্যথা-দুখ

পূর্ণ হবে সকল বাসনা।

সোনামণি

তাসনীম

৯ম শ্রেণী

মহিলা সালাফিয়া মাদরাসা

নওদাপাড়া, রাজশাহী।

যে মোরে করেছে মহান

দিয়েছে সঠিক পথের সন্ধান।

যে মোরে গাইতে শিখিয়েছে,

সত্য-সুন্দর ও ন্যায়ের গান।

যে মোরে শিক্ষা দিয়েছে,

গড়তে ইসলামী জীবন।

যার প্রতিটি বাক্যে,

ঝরেছে অহি-র শিক্ষা অবিরাম

হেদায়াতের আলো রয়েছে যেথা

সোনামণি হ’ল তারই

একটি ক্ষুদ্রনাম।






আরও
আরও
.