গত সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)-এর সঠিক উত্তর

১. মুল নাম মুহাম্মাদ। তাঁর পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমীনা।

২. প্রথম দুধমাতা ছুওয়াইবা (আবু লাহাবের কৃতদাসী), তারপর হালীমা সা‘দিয়া (রাঃ)।

৩. পাঁচটি। মুহাম্মাদ, আহমাদ, মাহী, হাশের, আক্বেব (বুখারী হা/৩৫৩২; মুসলিম হা/২৩৫৪)

৪. ১ম হস্তীবর্ষের ৯ই রবীউল আউয়াল সোমবার ছুবহে ছাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন।

৫. তাঁর দাদা আব্দুল মুত্তালিব।

৬. তাঁর দাদা আব্দুল মুত্তালিব।

৭. তাঁর জন্মের পূর্বে পিতা এবং তাঁর ৬ বছর বয়সে মাতা মৃত্যুবরণ করেন।

৮. নবী করীম (ছাঃ)-এর ৮ বছর বয়সে।

৯. তাঁর চাচা আবু তালেব।

১০. ১০ বা ১২ বছর বয়সে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. কানের অভ্যন্তরের হাড় স্টেপিস।                    

২. অ্যাবডোমিনাল অ্যাওর্টা।    

৩. একটি সমুদ্রের সমপরিমাণ লবণ রয়েছে।

৪. ১০০ বার করে।  

৫. ১৫০ দিন।                    

৬. ৫০০টি। 

৭. ১০০ বিলিয়নের অধিক নার্ভ সেল নিয়ে।

৮. চোখ খুলে।                   

৯. ৪ গুণ বেশী শক্তিশালী।

১০. ১০ দিন পর্যন্ত থাকে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (সীরাত বিষয়ক)

১. কৈশোরে নবীজী কি কাজ করতেন?

২. হিলফুল ফুযূল কি?

৩. নবূওতের পূর্বে নবীজীর বিচক্ষণতাপূর্ণ ফায়ছালা কি ছিল?

৪. যুবক বয়সে নবীজী কি কাজ করতেন?

৫. তিনি প্রথম কখন কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন?

৬. তাঁর কতজন স্ত্রী ছিলেন এবং তাঁদের নাম কি?

৭. রাসূল (ছাঃ)-এর সর্বপ্রথম ও সর্বশেষ স্ত্রীর নাম কি?

৮. রাসূল (ছাঃ)-এর একমাত্র কুমারী স্ত্রী কে ছিলেন?

৯. রাসূলুল্লাহ (ছাঃ)-এর কতজন সন্তান ছিল?

১০. নবীজীর নাতী-নাতনীর সংখ্যা কত ছিল?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানবদেহ বিষয়ক)

১. জন্মের পর মানুষের হাঁটুর ক্যাপ কত দিন দেখা যায় না?

২. মানব শিশু কখন দ্রুত বৃদ্ধি পায়?

৩. মানবদেহের কোন অঙ্গ সর্বদা বৃদ্ধি পেতে থাকে?

৪. মানুষ জন্মগ্রহণ করে ৩০০টি হাড় নিয়ে। কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর দেহে কতটি হাড় থাকে?

৫. মানুষের মাথার খুলি কয় ধরনের হাড় দিয়ে তৈরি?

৬. মানুষের নখ ও চুল অভিন্ন পদার্থ দিয়ে তৈরি। কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য কি?

৭. হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের অবস্থা কেমন হয়?

৮. মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশী কি?

৯. একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন কত বার বাথরুমে যায়?

১০. আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌঁছাতে কত সময় লাগে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাযার, ঢাকা।

সোনামণি সংবাদ

বাজেধনেশ্বর, আত্রাই, নওগাঁ ৬ই জুন বৃহস্পতিবার : অদ্য সকাল ৭-টায় যেলার আত্রাই থানাধীন বাজেধনেশ্বর নূরানী মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ফাতেমা খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুজাহিদুল ইসলাম।

খিরশিন টিকর, শাহমখদুম, রাজশাহী ১০ই জুন সোমবার : অদ্য মাগরিব যেলার শাহমখদুম থানাধীন খিরশিন টিকর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সুমাইয়া খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে ছাগীরাহ খাতূন।

সোনারপাড়া, পবা, রাজশাহী ১৯শে জুন বুধবার : অদ্য সকাল ৬-টায় যেলার পবা থানাধীন সোনারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব মুহাম্মাদ তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল্লাহ আল-‘আফীফ ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফাতেমা খাতূন।

পাইকপাড়া, পবা, রাজশাহী ২৩শে জুন রবিবার : অদ্য বাদ আছর যেলার পবা থানাধীন পাইকপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ওমর ফারূক ও ইসলামী জাগরণী পরিবেশন করে আয়েশা খাতূন।

মোল্লাডাইং দক্ষিণপাড়া, পবা, রাজশাহী ২৫শে জুন মঙ্গলবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় যেলার পবা থানাধীন মোল্লাডাইং দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ আরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আসাদুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে রাবেয়া খাতূন।






আরও
আরও
.