গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. পঠিত।

২. আলোচ্য বিষয় সরল সঠিক পথ এবং উদ্দেশ্য হেদায়াত।

৩. লাওহে মাহফূযে সংরক্ষিত আছে।

৪. হেরা গুহায়, ১০ই আগস্ট ৬১০ খ্রিষ্টাব্দে।

৫. সূরা ফাতিহা।

৬. মহানবী হযরত মুহাম্মদ (ছাঃ)।

৭. ২২ বছর ৫ মাস ১৪ দিন।

৮. সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত।

৯. সূরা আনকাবূত।

১০. সর্বপ্রথম সূরা বাক্বারাহ, সর্বশেষ সূরা মায়েদা।

 গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)-এর সঠিক উত্তর

১. ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।    ২. নবাব আব্দুল গনী।

৩. মৌর্য যুগের।      ৪. নওগাঁ যেলার পাহাড়পুরে।

৫. সোমপুর বিহার।              ৬. কুমিল্লা যেলার ময়নামতিতে।

৭. রাজা ভবদেব।                 ৮. কুমিল্লা যেলার লালমাই পাহাড়ে।

৯. রাজা আনন্দ দেব।   ১০. পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. আল-কুরআন সর্বপ্রথম কোন ভাষায় কে অনুবাদ করেন?

২. আল-কুরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?

৩. সর্বপ্রথম গ্রন্থাকারে কুরআনের বঙ্গানুবাদ করেন কে?

৪. সর্বপ্রথম কত সালে কুরআন অনুবাদ করা হয়?

৫. কুরআনে সবচেয়ে বেশী কোন নবীর নাম এসেছে?

৬. কুরআনে কতজন নবীর নাম উল্লেখিত হয়েছে?

৭. কুরআনে কোন কোন ফেরেশতার নাম উল্লেখিত হয়েছে?

৮. কুরআনে মুহাম্মাদ (ছাঃ) নামটি কতবার এসেছে?

৯. কুরআনে প্রকাশ্যে একমাত্র কোন মহিলার নাম এসেছে?

১০. কুরআনে কোন ছাহাবীর নাম উল্লেখিত হয়েছে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)

১. মহাস্থানগড় কোন যেলায় অবস্থিত?

২. বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?

৩. বৈরাগীর চালা কোথায় অবস্থিত?

৪. আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?

৫. রামুমন্দির কোথায় অবস্থিত?

৬. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

৭. কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?

৮. বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?

৯. পানাম নগর কোথায় অবস্থিত?

১০. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

মুসলিমপাড়া, রংপুর ২৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ রংপুর শহরস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ রংপুর যেলা পুনর্গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যক্ষ হেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাস্টার আব্দুল হাদী, ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে হাফেয রাযিউর রহমান। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ মুস্তাকীমকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট সোনামণি রংপুর যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

কৃষ্ণপুর, মোহনপুর, রাজশাহী ১৬ই অক্টোবর শুক্রবার : অদ্য বাদ আছর রাজশাহীর মোহনপুর থানাধীন কৃষ্ণপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার দফতর সম্পাদক কাযী আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মাহদী হাসান ও ইসলামী জাগরণী পরিবেশন করে মিহনাজ খাতূন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের খত্বীব ও মসজিদ ভিত্তিক মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মাদ এমদাদুল হক্ব। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ এমদাদুল হক্বকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট সোনামণি কৃষ্ণপুর শাখা পরিচালনা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়।

ভেটুপাড়া, মোহনপুর, রাজশাহী ১৬ই অক্টোবর শুক্রবার : অদ্য বাদ মাগরিব ভেটুপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি মাহমূদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন কৃষ্ণপুর আহলেহাদীছ জামে মসজিদের খতীব মুহাম্মাদ এমদাদুল হক ও কৃষ্ণপুর আহলেহাদীছ জামে মসজিদ ভিত্তিক মাদরাসার সহকারী শিক্ষক মুহাম্মাদ আতাউর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি শাহরিয়ার ও ইসলামী জাগরণী পরিবেশন করে আসমানী খাতূন ও তাসমীম। অনুষ্ঠান শেষে মাহমূদুল হাসানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট সোনামণি ভেটুপাড়া শাখা পরিচালনা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়।

নওদাপাড়া, রাজশাহী ১৯শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব দারুল হাদীছ (প্রা.) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সোনামণি মারকায এলাকা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর হিফয বিভাগের প্রধান শিক্ষক ও সোনামণি মারকায এলাকার প্রধান উপদেষ্টা হাফেয লুৎফর রহমানের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক রবীউল ইসলাম ও যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর আবাসিক প্রধান ও সোনামণি মারকায এলাকার উপদেষ্টা নযরুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে রায়হানুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে আলে ইমরান। অনুষ্ঠান শেষে আবু রায়হানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট সোনামণি মারকায এলাকা পরিচালনা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট সূর্যমুখী, রজনীগন্ধা ও হাসনাহেনা ৩টি শাখা কর্মপরিষদ পুনর্গঠন করা হয়।






আরও
আরও
.