১০০ বছর টিকে থাকবে এমন ব্যাটারী তৈরি করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। অবিশ্বাস্য এ ব্যাটারী দিয়ে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত পেসমেকার থেকে শুরু করে মঙ্গলগ্রহের মিশনে মহাকাশযান পর্যন্ত সবকিছুতে ব্যবহার করা যাবে। ব্যাটারীটি পারমাণবিক শক্তি দ্বারা নির্মিত এবং প্রচলিত ব্যাটারীগুলোর চেয়ে ১০ গুণ বেশী শক্তিশালী।

ব্যাটারী গবেষণা প্রকল্পের পরিচালক মস্কোর টেকনোলজিক্যাল ইন্সটিটিউট ফর সুপারহার্ড অ্যান্ড কার্বন ম্যাটেরিয়ালসের বিজ্ঞানীরা জানিয়েছেন, হীরের তৈরি সেমিকন্ডাক্টর দিয়ে ব্যাটারীটি তৈরি করা হয়েছে। তাদের মতে, স্থায়ী পেসমেকার থেকে শুরু করে মহাকাশ অভিযানেও এটা ব্যবহার করা যাবে। দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তারা। কোন ক্ষতি ছাড়াই মানব শরীরের ভেতরেও এটি রাখা যাবে।






আরও
আরও
.