শৈশবে বেশী টিভি দেখলে দীর্ঘমেয়াদী সমস্যা হয়

সম্প্রতি কানাডার গবেষকরা জানিয়েছেন, শৈশবে অধিক সময় টেলিভিশন দেখলে পরবর্তী সময়ে এর নেতিবাচক ফল হ’তে পারে। ২ বছর বয়স থেকে যদি টেলিভিশনের সামনে শিশুদের সময় কাটানোর অভ্যাস তৈরী হয় তবে ১০ বছর বয়সেই এর নেতিবাচক ফল পাওয়া শুরু হয়। কানাডার ইউনিভার্সিটি দ্যা মন্ট্রিয়লের গবেষকরা দেখেছেন যে, শিশু অবস্থায় বেশী টিভি দেখলে এর একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। নেতিবাচক ফল কেবল তার মস্তিষ্কেই নয় তার লাইফস্টাইল এবং অভ্যাসের ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলে। জানা গেছে, যেসব শিশু ২ বছর বয়স থেকে টিভি দেখে তারা ১০ বছর বয়সে ক্লাসের বিভিন্ন কাজে অংশ নিতে অনীহা দেখায়। তারা শারীরিক কোন কাজ করতে চায় না। আর ক্লাসের মধ্যে ফোর্থগ্রেড এর পর্যায়েই চলে যায়। গবেষক লিন্ডা এস. পাগানি জানিয়েছেন, মা-বাবার সঙ্গে বসে সন্তান তথ্য জানার জন্য টিভি দেখতে পারে। তবে অল্প বয়সে অতিরিক্ত টিভি দেখার প্রভাবের বিষয়ে সচেতন থাকতে হবে তাদের।

লবণের দানায় বিশ্ব মানচিত্র

আইবিএম-এর গবেষকরা বিশ্বের সবচাইতে ছোট ত্রিমাত্রিক মানচিত্র তৈরী করেছেন। এটি এতোই ছোট যে, এমন এক হাযার মানচিত্র আটবে স্রেফ লবণের একটি দানার ভেতরে। পেন্সিলের নিবের চাইতে এক লাখ গুণ তীক্ষ্ম সিলিকনের মাথা ব্যবহার করে সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে এ ধরনের মানচিত্র তৈরী করা হয়েছে। এতে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। যেমন ম্যাটার হর্ন নামের এলপাইন পাহাড়ের ২৫ ন্যানোমিটারের অনুকৃতি বানাতে তারা ব্যবহার করেছেন আণবিক আকারের কাঁচ। এমন ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রযুক্তি ব্যবহার করেই মাত্র ২২ ন্যানোমিটার দৈর্ঘ্য ও ১১ ন্যানোমিটার প্রস্থের পলিমারে তারা বিশ্বের পূর্ণাঙ্গ মানচিত্র এঁকেছেন।

জমাট পানি গ্রহাণুতে

সূর্য থেকে ৪ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরের একটি গ্রহাণুতে জমাট পানির অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এ পানি বরফাকারে ছড়িয়ে আছে টোয়েন্টি ফোর থেমিস নামের গ্রহাণুটির পৃষ্ঠদেশে। বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার পৃথিবীর মহাসমুদ্রগুলোর বেশিরভাগ পানি মহাকাশ থেকে আসার থিওরিটাকেই সমর্থন করছে। টোয়েন্টি ফোর থেমিস নামের গ্রহাণুটির ব্যাস প্রায় ২০০ কিলোমিটার। প্রধান গ্রহাণুপুঞ্জে এটাকে সবচেয়ে বড় গ্রহাণুগুলোর একটি হিসাবে ধরা হয়। সূর্য এবং মঙ্গলের যে দূরত্ব, তার দেড়গুণ বেশী দূরত্বে থেকে এটি সূর্যকে প্রদক্ষিণ করে থাকে।

চাঁদের উত্তর মেরুতে বরফের সন্ধান

ভারতীয় মহাশূন্য যানে করে মহাশূন্যে পাঠানো মার্কিন রাডার চাঁদের উত্তর মেরুর কয়েকটি ফাটলে চাঁই চাঁই বরফের সন্ধান পেয়েছে। মার্কিন মহাশূন্য কেন্দ্র নাসার বিজ্ঞানীরা বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রাকৃতির রাডার এসএআর চাঁদে এক থেকে ৯ মাইল দীর্ঘ ৪০টিরও বেশী ফালি দেখতে পেয়েছে। এগুলো জমাটবাঁধা বরফে পূর্ণ। এসএআর পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, চাঁদে বরফের অস্তিত্ব এই উপগ্রহে ভবিষ্যৎ মিশন পরিচালনায় নতুন মাত্রা যোগ করবে।






আরও
আরও
.