প্রশ্ন (১৭/৫৭) : অসুস্থতার কারণে পা সামনে রেখে ছালাত আদায় করতে হয়। পাশের মুছল্লীরা মনে করে তার ছালাত হয় না। কেউ বলেন, চেয়ারে বসে ছালাত আদায় করতে হবে। সঠিক উত্তরদানে বাধিত করবেন।
633 বার পঠিত
উত্তর :
অসুস্থতার কারণে বসে হৌক, শুয়ে হৌক, চেয়ারে বসে হৌক সাধ্যমতে ক্বেবলার
দিকে চেহারা করে ছালাত আদায় করবে। ‘পা সামনে রেখে ছালাত আদায় করলে তাতে
পাশের মুছল্লীদের ছালাত হয়না’ কথাটি ভিত্তিহীন।