উত্তর : বিবাহের জন্য নবী করীম (ছাঃ) যে সামর্থ্যের কথা বলেছেন, সেটা মূলতঃ মোহর ও ভরণ-পোষণের সামর্থ্য (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩০৮০; মিরক্বাত ৬/১৮৬)। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যা পূরণ করা আবশ্যক (বুখারী, মুসলিম, বুলূগুল মারাম হা/৯৮৯)।
সুতরাং মোহরানা বাকী রেখে বিবাহ উপলক্ষে কোনরূপ ব্যয়বহুল অনুষ্ঠান করা
নাজায়েয। আর ঢাকঢোল বাজিয়ে গান-বাজনা করা এবং নারী-পুরুষের সমাবেশ ও
রং-তামাশা করা তো সম্পূর্ণ হারাম (লোকমান ৬)।