এবার ভারতে তৈরি হয়েছে ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি। যাত্রী পরিবহনে ফ্লাইং ট্যাক্সিটি হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বলে দাবী করেছে নির্মাতা সংস্থা ‘ই প্ল্যান কোম্পানী’। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘এরো ইন্ডিয়া শো’-তে প্রদর্শিত হয়েছে আকাশযানটি। নির্মাতা সংস্থা বলছে, একবার চার্জ দিলেই ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এ আকাশযানটি। এছাড়া ঐ বিশেষ যান সাধারণ চার চাকার গাড়ির চেয়ে ২০ গুণ অধিক দ্রুতগতির। ফলে শহরের মধ্যে কোন যানজট ছাড়াই মানুষ এক স্থান থেকে আরেক স্থানে অনেক দ্রুত যেতে পারবে। তবে এই যানে যাত্রী পিছু খরচ সাধারণ গাড়ির চেয়ে দ্বিগুণ বা তার কিছু বেশী হবে।







আরও
আরও
.