গত সংখ্যার সাধারণ জ্ঞান (জাতীয় বৃক্ষ)-এর সঠিক উত্তর

১। আমগাছ।

২। ভারতীয় উপমহাদেশ ও মায়ানমার।

৩। ১৫ নভেম্বর ২০১০।

৪। ১৫টি যেলায় অধিক জন্মে।

৫। রাতকানা ও অন্ধত্বের মহৌষধ।

গত সংখ্যার মেধা পরীক্ষার (ইসলামী)-এর সঠিক উত্তর

১। ৪০০০; পুনরুল্লেখ সহ ৭২৭৫টি।

২। ৪০০০; পুনরুল্লেখ সহ ৭৫২৬টি।

৩। ৫২৭৫টি।

৪। ৩৯৫৬টি।

৫। নাসাঈতে ৫৭৫৮ ও ইবনু মাজাহ’তে ৪৩৪১টি।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (হাদীছ বিষয়ক)

১। কোন কোন হাদীছ গ্রন্থে সংকলিত সবগুলো হাদীছ ছহীহ?

২। সুনানে আবুদাঊদে যঈফ হাদীছের সংখ্যা কতটি?

৩। সুনানে তিরমিযীতে বর্ণিত যঈফ হাদীছের সংখ্যা কতটি?

৪। সুনানে নাসাঈতে বর্ণিত হাদীছের সংখ্যা কতটি?

৫। সুনানে ইবনু মাজাহ’তে বর্ণিত যঈফ হাদীছের সংখ্যা কতটি?

সংগ্রহে : বযলুর রহমান

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১। গোলগাল ঘরটা চুনকাম করা

    একবার ভেঙ্গে গেলে যায় না আর গড়া।

২। সন্ধ্যাকালে জন্ম তার প্রভাতে মরণ

    মস্তক উপরে সদা করে বিচরণ,

     স্বর্ণকায় মনোহর দেহের বরণ

    এক পথে করে গতি সেই কোনজন?

৩। পুস্তকে আছে তবু বাস্তবে নাই

     খাবারের নাম তার খেতে নাহি পাই।

৪। রাস্তার ধারে গাছটা ফল ধরেছে পাঁচটা

     হাযার  লোক খেয়ে গেল তবু পাঁচটা রয়ে গেল।

৫। দুই কুলে জাল ফেলে এক কুড়ি দুই ছেলে,

      মাছ যদি জালে আসে কেউ কাঁদে কেউ হাসে।

সংগ্রহে : ইমামুদ্দীন

কেন্দ্রীয় পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

বানেশ্বর, রাজশাহী ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর বানেশ্বর গরুহাটা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী সাংগঠনিক যেলার সভাপতি ডাঃ ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সোনামণি রাজশাহী মহানগরীর পরিচালক ওবায়দুল্লাহ বিন আব্দুল মতীন।

 

কুরআন-হাদীছের বাণী

-হাবীবা সুলতানা

বুলারাটি, সাতক্ষীরা।

প্রতিদিন সকাল-সন্ধ্যা পড় কুরআন,

আর শিখ হাদীছের বিশ্লেষণ।

রাসূলের আদর্শে

গড় সুন্দর জীবন\

ভাল কাজের মাধ্যমে

কাটাও দিন-রাত।

পরকালে মুক্তির আশায়

পড় পাঁচ ওয়াক্ত ছালাত\

সব কাজের শুরুতে তোমরা

বল বিসমিল্লাহ।

অহি-র বিধান মান

ভরসা আল্লাহ\

অন্যায়-অত্যাচার পাপাচারের

হবে প্রতিবাদী

কারণ পাপের সমর্থকও

সমান অপরাধী\

দলবদ্ধ হয়ে সবাইকে

অহি-র বাণী শোনাও।

নাস্তিক্যবাদের হাত থেকে

দেশ-জাতিকে বাঁচাও\

***

ভালবাসি

-ছাবিলা ইয়াছমিন মিতা

দেবহাটা, সাতক্ষীরা।

ভালবাসি সবার সাথে

সত্য কথা বলতে

ভালবাসি সারাটা দিন

দ্বীনের পথে চলতে।

            ভালবাসি রাত জেগে

                        ছড়া-কবিতা লিখতে

            ভালবাসি সঠিকভাবে

                        বাংলা ভাষা শিখতে।

            ভালবাসি মায়ের হাতের

                        আদর সোহাগ পাইতে

            ভালবাসি সব সময়

                        আল্লাহর গান গাইতে।

            ভালবাসি বইয়ের পাতার

                        জ্ঞানের কথা পড়তে

            ভালবাসি সবাই মিলে

                        সুশীল সমাজ গড়তে।

***






আরও
আরও
.