গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. সা‘দ বিন আবী ওয়াক্কাছ (রাঃ)

২. সা‘দ বিন আবী ওয়াক্কাছ (রাঃ)

৩. হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ)

৪. আবূ বকর (রাঃ)

৫. দাহইয়া আল-কালবী (রাঃ)।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)-এর সঠিক উত্তর

১. তরমুজ, ফুটি, লাউ, কুমড়া।              ২. লাল রঙের।

৩. বাঁশ।              ৪. বাঁশ।               ৫. হাসনাহেনা।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরার কতটি আয়াত নাযিল হয়?

২. রাসূল (ছাঃ)-এর নিকটে নাযিলকৃত সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা কোনটি?

৩. ‘ফিতরাতুল অহী’ কি এবং এর সময়কাল কত?

৪. ‘ফিতরাতুল অহি’-র পরে প্রথম কোন সূরার কয়টি আয়াত নাযিল হয়?

৫. পবিত্র কুরআনের নাযিলকৃত সর্বশেষ সূরা ও আয়াত কোনটি?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান)

১. আধুনিক তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য বিষয় কোনটি?       

২. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়?

৩. ইন্টারনেট কবে চালু হয়?   

৪. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে কি ব্যবহৃত হয়?

৫. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়?

সংগ্রহে : বযলুর রহমান

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি প্রশিক্ষণ

কৃষ্ণপুর, মোহনপুর, রাজশাহী ৪ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কৃষ্ণপুর আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি মোহনপুর এলাকার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ নিযামুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান ও ওবায়দুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী যেলা পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম, রাজশাহী মহানগরীর পরিচালক মুহাম্মাদ আতাউল্লাহ, এলাকা পরিচালক মাস্টার মুহাম্মাদ এমদাদ প্রমুখ। উক্ত প্রশিক্ষণে দুই শতাধিক সোনামণি অংশগ্রহণ করে।

ভুগরইল, রাজশাহী ১৩ জানুয়ারী রবিবার : অদ্য বাদ আছর সোনামণি ভুগরইল শাখার উদ্যোগে ভুগরইল আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র শাখা পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আতাউল্লাহ ও সহ-পরিচালক আসাদুল্লাহ।

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদপাড়া, রাজশাহী ১৪ জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর সোনামণি মারকায এলাকার উদ্যোগে দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মারকায এলাকার পরিচালক মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ।

শেখপাড়া, রাজশাহী ১৫ জানুয়ারী মঙ্গরবার : অদ্য বাদ আছর শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ আব্দুর রাকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আতাউল্লাহ ও সহ-পরিচালক মুহাম্মাদ যাকারিয়া প্রমুখ। 

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদপাড়া, রাজশাহী ২৫ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর সোনামণি মারকায এলাকার উদ্যোগে দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ ও ওবায়দুল্লাহ প্রমুখ।

সোনামণি যেলা সম্মেলন

সিরাজগঞ্জ ২৪ জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় সোনামণি সিরাজগঞ্জ যেলার উদ্যোগে ঐতিহ্যবাহী ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ যেলা ‘সোনামণি’ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিরাজগঞ্জ যেলার সভাপতি মুহাম্মাদ মুর্তযার সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’-এর পৃষ্ঠপোষক ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ, বর্তমান কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ, বযলুর রহমান, রাজশাহী যেলা পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম ও রাজশাহী মহানগরীর পরিচালক মুহাম্মাদ আতাউল্লাহ প্রমুখ।

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদপাড়া, রাজশাহী ২৮ জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক সোনামণি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনামণি মারকায এলাকার সহ-পরিচালক নওশাদ, সূর্যমুখী শাখার পরিচালক সাখাওয়াত হোসাইন ও সহ-পরিচালক শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ‘মাসিক সোনামণি প্রতিভা’-এর উপরে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হ’ল শাহরিয়ার (প্রথম), ফেরদাউস (দ্বিতীয়), বদীউযযামান (তৃতীয়)।






আরও
আরও
.