আমি নো‘মান, ফরিদপুরের মুসলিম পাড়ায় আমার বাড়ী। আমি শুরু থেকেই ইলিয়াসী তাবলীগে সময় ব্যয় করতাম। প্রচলিত তাবলীগ জামায়াতের সাথে চিল্লা দিয়ে আর গাশত করে জীবনের অনেকটা সময় পার করেছি। এটাকেই দ্বীনের খেদমত, মুসলিম উম্মাহর সেবা এবং ইসলামের কল্যাণ জ্ঞান করতাম। হঠাৎ একদিন একটি ওয়ায মাহফিল থেকে একটি মাসনূন দো‘আ ও ছালাত শিক্ষা বই ক্রয় করলাম এবং পড়তে শুরু করলাম। এ বই পড়ে আমার সব কিছু যেন উলট-পালট হয়ে গেল। এতদিন যা করছি তাকি সবই তাহ’লে ভুল? আমার মনে তখন অস্থিরতা শুরু হয়ে গেছে। এক সপ্তাহ পর মারকায মসজিদে গেলাম এবং দ্বীন বিষয়ে কিছু প্রশ্ন করলাম মুফতী কামারুয্যামান ছাহেবকে। মুফতী ছাহেব উত্তর দিলেন মাযহাবের অনুকূলে। উত্তর পেয়ে খুশি হ’তে পারলাম না। এভাবেই চলল বেশ কিছু দিন। হঠাৎ একদিন এক ভাই সংবাদ দিলেন এক মাদানী ছাহেব আসবেন। বেশ তৈরী হয়ে থাকলাম। গেলাম আলোচনা শুনতে। আলোচনা শুনলাম, কিছু প্রশ্নও করলাম, কুরআন ও ছহীহ হাদীছের আলোকে উত্তর পেলাম। শুরু করলাম ছহীহ হাদীছ মোতাবেক ছালাত আদায় করতে। শুরু হ’ল আমার মহল্লার তাবলীগী ভাইদের মধ্যে আমাকে নিয়ে আলোচনা। একদিন এক সাথী ভাই আমাকে বলল, তুমি এভাবে ছালাত আদায় করছ কেন? আমাদের মাযহাব হানাফী, তুমি কি হানাফী মাযহাব মানো না? তখন আমি বললাম, আমি কুরআন ও ছহীহ হাদীছ ছাড়া কোন কিছুই মানি না। তখন আমাকে তারা বলল, কি প্রমাণ আছে তোমার কাছে, যার বলে তুমি এই নতুন আমল করছ? আমি বললাম, আমার কাছে ‘ছালাতুর রাসূল (ছাঃ)’ বইটি আছে। তারা বলল, এই বই পড়া তোমার জন্য ঠিক নয়। এই বই পড়লে তুমি গোমরাহ হয়ে যাবে। এভাবেই তাদের সাথে আমার কথাবার্তা শেষ হ’ল। এ ঘটনা ঘটার ১১ দিন পর রামাযান মাস আসল। এবার তারাবীর ছালাত পড়াতে আসা হাফেয ছাহেবের সাথে বিবাদ শুরু হ’ল আমীন বলা নিয়ে। এক পর্যায়ে মসজিদের সেক্রেটারী আমাকে মারার জন্য কিছু যুবককে ঠিক করল। একদিন তারা আমাকে মারতে আসল। কিন্তু তারা আমাকে মারল না। তবে বলে দিল, এই মসজিদে তোমার আসা নিষেধ। কিন্তু আমি মসজিদ ছাড়তে রাযী হ’লাম না। একটা সময় আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল মনে হ’ল। কিন্তু না, আবার কিছু দিন পর মুওয়াযিযন না থাকায় ইকামত দিতে হ’ল আমাকে। মাঝপথে তারা আমার ইকামত দেওয়া বন্ধ করে দিতে চাইল। আমি বাধা না শুনে ইকামত দিতেই লাগলাম। ইমাম ছাহেব বললেন, এই ইকামত আমাদের দেশে চলবে না। আমি বললাম, তাহ’লে কোন দেশে চলবে? উত্তর দিলেন সঊদী আরবে চলে, বাংলাদেশে চলে না। আমি বললাম, সঊদী আরবের ইসলাম ও বাংলাদেশের ইসলাম কি আলাদা? ইমাম ছাহেব বললেন, এই মসজিদে ইকামতের শব্দ একবার বলা চলবে না। আমাদের মাযহাবের আমলই ঠিক। অবশেষে আমার ইকামত দেওয়া বন্ধ করে দিল মসজিদ কমিটি।

উচ্চৈঃস্বরে আমীন বলা, ইকামতের শব্দ, ৮ রাক‘আত তারাবীর ছালাত ইত্যাদি নিয়ে আমাকে মারার জন্য কয়েক দফা লোক ঠিক করা হয়। কিন্তু আল্লাহর রহমতে তারা আমাকে মারতে পারেনি। অবশেষে গত ১৬/০৫/১৪ইং রাতে মসজিদ কমিটির সেক্রেটারী আমাকে বাসা থেকে ডেকে নিয়ে অনেক প্রশ্ন করলেন। আমি তাকে বার বার কুরআন ও ছহীহ হাদীছ পড়তে আগ্রহী করতে চেষ্টা করলাম। কিন্তু তার একই কথা, সারা দুনিয়ার হুজুররা কি ভুল করে? আমি বললাম, শরী‘আতের হুকুম চলবে আল্লাহ ও নবী করীম (ছাঃ)-এর নির্দেশ অনুযায়ী কোন মানুষের কথায় নয়। তখন আমার উপর তিনি রেগে গেলেন। কথা শেষ করে চলে আসলাম।

তার একদিন পর ১৭/০৫/১৪ তারিখে জনৈক্য মাওলানা আসলেন মসজিদে বয়স্ক লোকদেরকে নূরানী কায়দায় কুরআন শিক্ষা দিতে। আমি ভাবলাম, এই সুযোগে শুদ্ধভাবে কুরআন পড়া শিখতে পারব ইনশাআল্লাহ। মাওলানা ছাহেব ভাষণ দিতে গিয়ে বললেন, ৮০ বছরের গুনাহগার ১ ব্যক্তি ভাবলেন আমাকে কুরআন শিখতে হবে। তখন তিনি ইমামের কাছে গিয়ে আলিফ, বা, তা, ছা পড়া নিয়ে বাড়ীতে ফিরলেন। পরে তিনি মারা গেলেন। দাফন-কাফন সম্পন্ন হ’ল। কবরের ফেরেশতা এসে প্রশ্ন করলে উত্তর দিলেন, আলিফ, বা, তা, ছা। এতে ফেরেশতাগণ আল্লাহর দরবারে গিয়ে বললেন, কবরের ব্যক্তি উত্তর দিচ্ছে আলিফ, বা, তা, ছা। তখন আল্লাহ তাকে মাফ করে দিলেন। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। আমি তখন মাওলানা ছাহেবকে বললাম, এই ঘটনাটা কি কুরআনে বর্ণিত হয়েছে, নাকি ছহীহ হাদীছে? তিনি উত্তর দিলেন, দলীল আছে, পরে আপনাকে জানাব। আমি অপেক্ষা করতে লাগলাম। দুই দিন পরে কুরআন শিক্ষার ক্লাস শুরু হ’ল, আমিও ক্লাসে উপস্থিত হ’লাম। হঠাৎ তিনি কুরআন জোরে জোরে পড়তে উৎসাহিত করলেন এই বলে যে, লা-ইলাহা ইল্লাল্লাহ ডান পাশ থেকে বাম পাশের স্তনের দুই ইঞ্চি নিচে কলবে ধাক্কা দিলে গুনাহের ময়লা পরিষ্কার হয়। এ কথারও দলীল জানতে চাইলাম। মাওলানা ছাহেব বললেন, আগামী কাল সব জানাব। আমি মসজিদ থেকে বাসায় চলে আসলাম। এরই মধ্যে মাওলানা ছাহেব সেক্রেটারী ছাহেবকে সব জানালেন। সেক্রেটারী আমার বাসায় এসে আমাকে ডেকে বললেন, আপনি মাওলানা ছাহেবকে কি বলেছেন? আমি বললাম, মাওলানা ছাহেবকে এই এই কথা বলেছি। তিনি আমাকে বললেন, কাজটা ভাল করেননি। ফজরের ছালাতে মসজিদে আসবেন। আমি বললাম, ঠিক আছে আসবো ইনশাআল্লাহ। যথারীতি ফজরের ছালাতের জামা‘আতে শরীক হ’লাম। সালাম ফিরানোর পর সেক্রেটারী ঘোষণা দিলেন সবাই বসবেন, কথা আছে। তখন সেক্রেটারী আমার নিকটে এসে চোখের সামনে আঙ্গুল এনে বললেন, তুই মাওলানা ছাহেবকে প্রশ্ন করলি কেন? তুই প্রশ্ন করার কে? তুই এখানে থাকিস ভাড়া বাড়ীতে, তুই প্রশ্ন করার কে? আমি বললাম, দ্বীনের বিষয়ে জানার জন্য আমি তাকে প্রশ্ন করতে পারি। কেননা মহান আল্লাহ বলেন, فَاسْأَلُواْ أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لاَ تَعْلَمُونَ، بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ- ‘তোমরা যদি না জান তবে জ্ঞানীগণকে জিজ্ঞেস কর, স্পষ্ট দলীল-প্রমাণ সহ’ (নাহল ১৬/৪৩-৪৪)। তখন তারা সবাই আরো রেগে গেল এবং আমাকে মসজিদ থেকে বের করে দিল। তখন থেকে অদ্যাবধি আমি বাড়ীতেই ছালাত আদায় করছি। আমার এ জীবনে আমি দেখেছি, হক কবুল করা ও তা মেনে চলা অতীব কঠিন। এক্ষেত্রে সমাজের মানুষই বাধা হয়ে দাঁড়ায়। তবুও আমি হকের উপরে অটল থাকার চেষ্টা করছি। সেই সাথে আমি মহান আল্লাহর কাছে এই দো‘আ করি যে, আল্লাহ যেন আমার এলাকার সকল মানুষকে হেদায়াত দান করেন-আমীন!

-মুহাম্মাদ নো‘মান

মুসলিমপাড়া, গুহলক্ষীপুর, ফরিদপুর।






যেভাবে আহলেহাদীছ আক্বীদা গ্রহণ করলাম - আত-তাহরীক ডেস্ক
দলীল-টলিল বুঝি না, তোর মসজিদেই আসার দরকার নেই
হকের উপরে অবিচল থাকতে দৃঢ় প্রত্যয়ী
ছহীহভাবে ছালাত আদায় করায় নিজের পিতাও বিদ্রূপ করা শুরু করলেন - আত-তাহরীক ডেস্ক
হক-এর পথে টিকে থাকা বড় চ্যালেঞ্জ - .
জঘন্য ষড়যন্ত্র এক মুসলিমের বিরুদ্ধে - * মুহাম্মাদ সোহেল রানাবাঘা, রাজশাহী।
হক-এর পথে যত বাধা
থাপড়িয়ে দাঁত ফেলে দেব - -আব্দুল্লাহ, গাযীপুর।
আক্বীদার কারণে শত্রুতে পরিণত হওয়া আপন ভাইও শেষ পর্যন্ত হকের দিশা পেলেন - আত-তাহরীক ডেস্ক
‘সকলের সামনে কান ধরে দাঁড়িয়ে বল, এখন থেকে ইমাম আবু হানীফার আদর্শ অনুযায়ী জীবন-যাপন করব’ (!)
অবশেষে হক-এর সন্ধান পেলাম - কামাল আহমাদ, লাকসাম, কুমিল্লা
ছহীহ হাদীছ ভিত্তিক আমলের কারণে শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি - আত-তাহরীক ডেস্ক
আরও
আরও
.