সঊদী আরব ২৫শে মে সোমবার : অদ্য ঈদুল ফিৎরের দিন বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭-টায় (বাংলাদেশ সময়) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখার উদ্যোগে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সঊদী আরব শাখা সভাপতি জনাব মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে নওদাপাড়া মারকায থেকে সরাসরি বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয আখতার মাদানী এবং রিয়াদ থেকে সাধারণ সম্পাদক আব্দুল হাই মাদানী ও রিয়াদস্থ আত-তাহরীক পাঠক ফোরাম-এর সভাপতি জনাব শামসুল হক। উক্ত সম্মেলনে সঊদী আরবের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ সহ রিয়াদ, আল-খাফজী, আল-ক্বাছীম, বুরায়দা, দাম্মাম ও জেদ্দা উপশাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং আত-তাহরীক পাঠক ফোরামের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আব্দুল হাই মাদানী ও আলী হায়দার।






আরও
আরও
.