রাশিয়া এক বছরের মধ্যেই কমব্যাট রোবট ব্যবস্থার পরীক্ষা শুরু করবে। রুশ ‘এডভান্সড রিসার্চ ফান্ড’-এর প্রধান এ কথা জানিয়েছেন। যুদ্ধোপযোগী রোবটের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা রাশিয়াতেই চালানো হবে বলে জানান তিনি। তিনি বলেন, ভবিষ্যতে প্রকৃত যুদ্ধ করবে ড্রোন এবং রোবট। গোয়েন্দা ও নযরদারী তৎপরতা থেকে শুরু করে হামলা চালানো পর্যন্ত সব কাজই করবে এসব যন্ত্র।
তিনি বলেন, ভবিষ্যতে মানব সেনারা রোবট এবং ড্রোনকে পরিচালনা করবেন। ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে কথা বলতে গিয়ে তিনি জানান, এক সেনা অপর সেনাকে লক্ষ্য করে গুলি ছুঁড়বে না বরং এক মানব-সেনা পরিচালিত যন্ত্রসেনা অপর মানব-সেনা পরিচালিত যন্ত্রসেনাকে লক্ষ্য করে গুলি ছুঁড়বে। মানুষের ক্ষয়ক্ষতি যথাসাধ্য কম যেন হয় সেভাবেই সম্পন্ন করা হবে ভবিষ্যতের সামরিক অভিযান। তিনি বলেন, রুশ রোবট ট্যাংক ভবিষ্যতে পরিচালিত হবে প্রকৃত রণক্ষেত্র থেকে অনেক দূরে থাকা মানব সেনাদের মাধ্যমে।