(১) সিরাজগঞ্জ যেলার সদর থানার শহর সংলগ্ন রহমতগঞ্জ কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও জ্ঞানদানী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মঈনুদ্দীন তালুকদার (৭২) গত ১৭ই জানুয়ারী’১৭ মঙ্গলবার রাত সাড়ে ৮-টায় ঢাকার ইবনে সীনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন বাদ যোহর রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাযা ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন যেলা ‘যুবসংঘে’র সাবেক অর্থ সম্পাদক ও মৃতের আপন ভাতিজা মামূনুর রশীদ (নূহ)। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতা-কর্মী, সিরাজগঞ্জ পৌর প্যানেল মেয়র ও বিশিষ্ট সাংবাদিক হেলালুদ্দীন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন।

অতঃপর ২০ জানুয়ারী ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ও অত্র যেলা ‘যুবসংঘে’র সভাপতি শামীম আহমাদ মৃতের বাড়ীতে গিয়ে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তাদেরকে দ্বীনে হক্বের প্রতি অটল থাকার পরামর্শ দেন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার বর্তমান উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি ডাঃ মুহাম্মাদ আযীযুল হক (৮১) স্বরূপকাঠী থানাধীন সোহাগদল গ্রামের নিজ বাসভবনে গত ৭ মার্চ’১৭ মঙ্গলবার সকাল সাড়ে ৯-টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যা ও আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। ঐদিন বাদ এশা সোহাগদল পঞ্চায়েতবাড়ী কে,পি,ইউ হাই স্কুল ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন তাঁর কনিষ্ঠ পুত্র মুহাম্মাদ মুরাদ হাসান। জানাযায় আহলেহাদীছ ছাড়াও দলমত নির্বিশেষে সকল স্তরের বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘ ১৮ বছর যাবৎ সংগঠনের যেলা সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি মাসিক আত-তাহরীক পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে আমৃত্যু গ্রাহক ও একনিষ্ঠ পাঠক ছিলেন।        






আইলা দুর্গত এলাকায় লোকদের পুনর্বাসন করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ (প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ আলী হাসান আল-হালাবীর)
মারকায সংবাদ
মুহাম্মাদ আনীসুর রহমান-এর মৃত্যু সংবাদ
মহিলা সমাবেশ
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
বন্যা পরবর্তী পুনর্বাসন
সুধী সমাবেশ
যেলা সম্মেলন : খুলনা (নবী-রাসূলদের দেখানো পথ অনুসরণ করুন!)
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
ছহীহ হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ
আরও
আরও
.