সরকারী হজ্জ ব্যবস্থাপনা দলের সদস্য হিসাবে সরকারী খরচে সঊদী আরবে যেতে রীতিমত তদবির শুরু করেছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। কেউ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুফারিশের চিঠি নিয়ে আসছেন, কেউ কেউ ফোন করাচ্ছেন, কেউ কেউ নিজেরাই ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে ‘তদবির’ করছেন। এই তদবিরে বিরক্ত ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ্জ ব্যবস্থাপনা দলের সদস্য হয়ে সঊদী আরবে যেতে আবেদন করেছেন চার হাযারের অধিক কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও সংস্থার কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন রাজনীতিবিদদের ব্যক্তিগত কর্মচারী ও সচিবদের গানম্যানও।

আবেদনকারীদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যাঁদের সঙ্গে হজ্জ ব্যবস্থাপনা কার্যক্রমের কোন সম্পর্ক নেই। তবু তাঁরা সরকারী খরচে হজ্জে যেতে চেষ্টা করছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ্জ ব্যবস্থাপনা দলের সদস্যদের পিছনে সরকারের গড়ে ৫ লাখ টাকা ব্যয় হয়। তাঁদের কাজ হ’ল হজ্জযাত্রীদের সেবা দেওয়া। তবে অভিযোগ আছে, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের অনেকে সরকারী খরচে সঊদী আরবে গিয়ে ঘুরে বেড়ান ও কেনাকাটা করেন। কর্মচারীদের কাউকে কাউকে হজ্জযাত্রীদের বদলে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের সেবা দিতে ব্যস্ত থাকতে হয়।

এ ব্যাপারে ধর্মসচিব বলেন, সরকারী হজ্জ ব্যবস্থাপনা দলে লোকের সংখ্যা গতবারের তুলনায় এবার অর্ধেকে নেমে আসবে। যে কাজের জন্য তাঁরা যাবেন, সে কাজই তাঁদের করতে হবে।

[১২ই মে ‘প্রথম আলো’ পত্রিকার রিপোর্ট মতে এ বছর সরকারী খরচে হজ্জে যাচ্ছেন ৭১ জন। আগামী ৬ই জুন তারা সঊদী আরব যাবে এবং ১০ই জুলাই ফিরবেন। গত বছর গিয়েছিলেন ২৩ জন। মন্তব্য নিষ্প্রয়োজন (স.স.)]







মাত্র ১১০০ টাকায় কিডনী ডায়ালিসিস (ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বের সর্ববৃহৎ কিডনী ডায়ালিসিস ইউনিট)
স্পেনে ভূমিধস হ’লে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা (ধ্বংস হয়ে যেতে পারে নিউইয়র্ক)
৭৩ বছরের বৃদ্ধার কুরআন হিফয
জাতীয় সংসদে মুনাজাত, করোনা মুক্তির ফরিয়াদ
শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সীসা
চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন
সহস্র ফুট উঁচু মেগা সুনামিতে ধ্বংস হ’তে পারে সমগ্র যুক্তরাষ্ট্র
৩ থেকে ৭ দিনে যানজট মুক্ত হবে ঢাকা
বন্দিশিবিরে ১০ লাখ মুসলমানকে আটকে রেখেছে চীন : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সিরিয়াকে টুকরা টুকরা করতে চায় - জার্মান সাংবাদিক
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস টিকা আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেক লিমিটেডের
মাটির নীচে বিস্ময়কর গ্রাম
আরও
আরও
.