সরকারী হজ্জ ব্যবস্থাপনা দলের সদস্য হিসাবে সরকারী খরচে সঊদী আরবে যেতে রীতিমত তদবির শুরু করেছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। কেউ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুফারিশের চিঠি নিয়ে আসছেন, কেউ কেউ ফোন করাচ্ছেন, কেউ কেউ নিজেরাই ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে ‘তদবির’ করছেন। এই তদবিরে বিরক্ত ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ্জ ব্যবস্থাপনা দলের সদস্য হয়ে সঊদী আরবে যেতে আবেদন করেছেন চার হাযারের অধিক কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও সংস্থার কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন রাজনীতিবিদদের ব্যক্তিগত কর্মচারী ও সচিবদের গানম্যানও।

আবেদনকারীদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যাঁদের সঙ্গে হজ্জ ব্যবস্থাপনা কার্যক্রমের কোন সম্পর্ক নেই। তবু তাঁরা সরকারী খরচে হজ্জে যেতে চেষ্টা করছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ্জ ব্যবস্থাপনা দলের সদস্যদের পিছনে সরকারের গড়ে ৫ লাখ টাকা ব্যয় হয়। তাঁদের কাজ হ’ল হজ্জযাত্রীদের সেবা দেওয়া। তবে অভিযোগ আছে, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের অনেকে সরকারী খরচে সঊদী আরবে গিয়ে ঘুরে বেড়ান ও কেনাকাটা করেন। কর্মচারীদের কাউকে কাউকে হজ্জযাত্রীদের বদলে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের সেবা দিতে ব্যস্ত থাকতে হয়।

এ ব্যাপারে ধর্মসচিব বলেন, সরকারী হজ্জ ব্যবস্থাপনা দলে লোকের সংখ্যা গতবারের তুলনায় এবার অর্ধেকে নেমে আসবে। যে কাজের জন্য তাঁরা যাবেন, সে কাজই তাঁদের করতে হবে।

[১২ই মে ‘প্রথম আলো’ পত্রিকার রিপোর্ট মতে এ বছর সরকারী খরচে হজ্জে যাচ্ছেন ৭১ জন। আগামী ৬ই জুন তারা সঊদী আরব যাবে এবং ১০ই জুলাই ফিরবেন। গত বছর গিয়েছিলেন ২৩ জন। মন্তব্য নিষ্প্রয়োজন (স.স.)]







করোনায় বিশ্বে ৩ জনে ১ জন চাকুরী হারাচ্ছেন
ছাত্রদের সঙ্গে একই হ’লে থাকার দাবীতে আন্দোলনে কলিকাতার ছাত্রীরা!
ভালোবাসার অভাবে ভয়ানক ‘অভিমান’
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
চালু হ’ল দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
৩৭০ ও ৩৫-ক ধারা বাতিল হ’লে স্বাধীনতার দাবীতে আন্দোলন - -ফারূক আব্দুল্লাহ
বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যু
স্বদেশ-বিদেশ
প্রভুর শোকে সড়কে কুকুরের ৮০ দিন
৭০ মামলার দিনমজুর আসামীর আদালতে হাযিরা
জন্মান্ধ শিক্ষক ইয়াহইয়া ছড়াচ্ছেন কুরআনের আলো
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
আরও
আরও
.