গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূরা তওবা, আয়াত নং ২৫-২৬।

২. সূরা আনফাল (আয়াত নং  ৫-১৯, ৪১-৪৮, ৬৭-৬৯)।

৩. সূরা হাশর (আয়াত নং ২-১৪)।

৪. সূরা আহযাব (আয়াত নং ৯-২৭)।

৫. সূরা তওবা (আয়াত নং ৩৮-১২৯)।

৬. সূরা তওবা (আয়াত নং ৪০)।

৭. সূরা বাক্বারার ১০২ নং আয়াতে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)-এর সঠিক উত্তর

১. রাজবাড়ী যেলার গোয়ালন্দে।

২. চাঁদপুরে।        ৩. গাইবান্ধায়।

৪. নারায়ণগঞ্জে। ৫. বগুড়ায়।

৬. কিশোরগঞ্জের ভৈরব বাযারে।

৭. মৌলভী বাযারের আযমিরিগঞ্জে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কোন সূরার কোন আয়াতে কারূণের কাহিনী উল্লেখিত হয়েছে?

২. কোন সূরার কোন আয়াতে সুলায়মান (আঃ)-এর সাথে হুদহুদ পাখীর ঘটনা উল্লেখিত হয়েছে?

৩. কোন সূরার কোন আয়াতে ক্বিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখিত হয়েছে?

৪. কোন সূরায় নবী করীম (ছাঃ)-এর ইসরা ও মি‘রাজের ঘটনা উল্লেখিত হয়েছে?

৫. কোন সূরায় হস্তিবাহিনীর ঘটনা উল্লেখিত হয়েছে?

৬. কোন সূরার কোন আয়াতে যুলক্বারানাইন বাদশাহর ঘটনা উল্লেখিত হয়েছে?

৭. কোন সূরার কোন আয়াতে ত্বালূত ও জালূতের ঘটনা উল্লেখিত হয়েছে?

৮. কোন সূরার কোন আয়াতে মসজিদে আক্বছার কথা বর্ণিত হয়েছে?

৯. কোন সূরার কোন আয়াতে পিতা-মাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে?

১০. সর্বপ্রথম কোন ছাহাবী মক্কায় উচ্চৈঃস্বরে কুরআন তেলাওয়াত করেন?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ভাষা আন্দোলন)

১. গণপরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী জানান কে?

২. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দূ’ বইটির লেখক কে?

৩. ‘উর্দূ এবং উর্দূই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ কে কখন বলেন?

৪. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

৫. কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে কে কখন উদ্বোধন করেন?

৬. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির গীতিকার ও সুরকার কে?

৭. গানটির শিল্পী কে?

৮. ৬ দফা দাবী পেশ করেন কে?

৯. ১১ দফা দাবী পেশ করে কে?

১০. ২১ দফা দাবী পেশ করে কে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

গৌরাঙ্গপুর, মোহনপুর, রাজশাহী ২রা এপ্রিল, সোমবার : অদ্য বাদ ফজর যেলার মোহনপুর উপযেলাধীন গৌরাঙ্গপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলোহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি রুমানা খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে খাদীজা খাতুন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদের খতীব মুহাম্মাদ আব্দুল মতীন।

মাদারটেক, সবুজবাগ, ঢাকা ৬ই এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ১০-টায় রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের দ্বিতীয় তলায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদ সংলগ্ন হাফেযিয়া মাদরাসার শিক্ষক হাফেয শামাউন কবীর। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুশফিকুর রহমান জুনায়েদ ও ইসলামী জাগরণী পরিবেশন করে রাক্বীবুল হাসান।

জীবনের যবনিকা

হোসনে আরা সুলতানা

বর্ষাপাড়া, হিরণ, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

এসেছিলাম ভবে, সেই যে কবে

মনে হয় এই তো সেই দিন,

কি করে কেটে গেল এতটি বছর,

জীবনের হিসাব মিলাতে অাঁতকে ওঠে মন।

ফেলে এসেছি যতটা সময় পিছনে,

হয়ত পাবো না আর ততটা সামনে।

হারালে নিঃশ্বাস সবাই করবে বিশ্বাস,

যবনিকা টেনেছি জীবনের হয়েছি লাশ।

স্বজনেরা কাঁদবে পাশে দু’চোখের অশ্রু ফেলে

চিরতরে দিতে বিদায় ব্যস্ত হবে দাফন-কাফনে।

পিতা-মাতা ভাই-বোনের মায়ার বাঁধন ছেড়ে,

নিজেকে বিলীন করলাম স্বামী-সন্তানের পরিবারে।

নয় এটাও আসল ঠিকানা যেতে হবে পরপারে,

মায়ার বাঁধন ছিন্ন করে ভাসিয়ে শোক সাগরে।

আমি ছিলাম এ সংসারের মধ্যমণি

স্বামী-সন্তান স্বজনদের চোখের মণি।

কি করে এত নিঃষ্ঠুর হ’লে তোমরা?

যখনি উড়ে গেল আমার প্রাণ ভোমরা?

আমাকে একা ফেলে অন্ধকার কবরে,

আমার স্মৃতি চারণ করবে বেশ কিছু দিন ধরে।

এক সময় স্মৃতিগুলো বিস্মৃত হয়ে যাবে,

জগৎ সংসার সবই তার নিয়মে চলবে।







আরও
আরও
.