হে আল্লাহ! মোদের রিযিকে দাও বরকত,

তুমি দয়া কর, ক্ষমা কর, দাও তব রহমত।

এমন ভয়-ভীতি তুমি কর মোদের দান,

কখনও মোরা যেন না হই নাফরমান।

এমন আনুগত্য দাও পেতে রহমত,

সহজেই পাই যেন চিরস্থায়ী জান্নাত।

এমন ইয়াক্বীন দাও সহ্য করি মুছীবত,

বরদাশত করি যেন দুনিয়ার সব বিপদাপদ।

যতদিন বেঁচে থাকি হস্ত পদ দু’নয়ন,

নিরাপদ রাখ সর্বাঙ্গ জিহবা ও শ্রবণ।

যারা যুলুম করে তারা মোদের দুশমন,

সাহস দাও শক্তি দাও তাদের করতে দমন।

দ্বীনদারীর উপর মোদের দিও না মুছীবত,

এ দুনিয়ায় দিও না অবৈধ ধন-দৌলত।

ইলমকে কর মোদের চূড়ান্ত বাসনা,

দ্বীনকে কর হেফাযত এ মোর আরাধনা।

যারা মানুষকে করে না দয়া শ্রদ্ধা-সম্মান,

তাদেরকে কখনও কর না নেতৃত্ব দান।

হে আল্লাহ! তুমি এক অদ্বিতীয় মহান,

তোমার কাছে চাই দু’জাহানের কল্যাণ।

বাড়িয়ে দাও পাওনা মোদের হ্রাস করো না,

যথাযথ দাও সম্মান অপদস্ত কর না।

হে প্রভু! তুমি রহীম তুমি রহমান,

দাও তুমি দুনিয়া ও আখেরাতে কল্যাণ।

মুহাম্মাদ গিয়াছুদ্দীন, ইব্রাহীমপুর, ঢাকা।








আরও
আরও
.