(১) রাজশাহী যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি হুমায়ূন কবীরের পিতা, বগুড়া যেলার নান্দুড়া এলাকা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি জনাব আবু তাউয়াব (৬৭) গত ২৭শে এপ্রিল সোমবার বিকাল ৪-টায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। পরদিন সকাল ৯-টায় আটমূল সালাফিইয়াহ মাদরাসা ময়দানে তার ১ম জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আযাদ। অতঃপর পার্শ্ববর্তী নান্দুড়া ঈদগাহ ময়দানে বেলা ১১-টায় তার ২য় জানাযা অনুষ্ঠিত হয়। ২য় জানাযায় ইমামতি করেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুর রহীম। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র কর্মপরিষদ ও অন্যান্য কর্মীগণ অংশগ্রহণ করেন। অতঃপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা রেখে যান।

(২) ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা যেলার দেবিদ্বার থানাধীন ‘তুলাগাঁও’ এলাকার অর্থ সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন ২য় বর্ষের ছাত্র স্থানীয় ব্যবসায়ী জনাব আবুল হাশেমের ৩য় পুত্র কাওছার হামীদ (২২) গত ২০শে মে বুধবার সকাল ১১-টায় নিজ বাড়ীতে মটর সংযোগ দিতে গিয়ে কারেন্টের শক খেয়ে হঠাৎ করে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। পরদিন সকাল ৮-টায় তুলাগাঁও দাখিল মাদরাসা ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করে তার ছোট ভাই অত্র মাদরাসার ছাত্র মুহাম্মাদ নাজমুল হাসান। তার জানাযায় রাজশাহী থেকে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন যোগদান করেন এবং জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও ধৈর্য ধারণের উপদেশ দেন। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুছল্লী তার জানাযায় অংশগ্রহণ করেন। অতঃপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

[আমরা তাদের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






বিষয়সমূহ: সংগঠন
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
ইসলামী সম্মেলন; হাজীগঞ্জ, চাঁদপুর
আলোচনা সভা ও সুধী সমাবেশ
যুবসংঘ
অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসুন! (যেলা সম্মেলন : কুমিল্লা)
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সভাপতি অধ্যাপক মোবারক আলীর মৃত্যু - .
তাবলীগী সভা
বর্ষবরণের নামে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ প্রত্যাহার করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ)
মহিলা দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ
৩৩তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৩ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.