স্থানীয়
সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনের এক পৃষ্ঠার লিখিত বক্তব্যে ৪৮টি
শব্দের ভুল বানান পাওয়া গেছে। এছাড়া কম্পিউটারে কম্পোজ করা ৩১৩ শব্দের ঐ
কপিতে লাইন স্পেসিংয়েও ছিল অসংখ্য ভুল; বেশ কয়েকটি শব্দকে লেখা হয়েছে ভেঙে
ভেঙে। লিখিত বক্তব্যে বানান ভুলের বিষয়ে সচিব আবদুল মালেকের দৃষ্টি আকর্ষণ
করা হ’লে তিনি বলেন, এটা আমরা কেউ দেখিনি। এক পাতার লিখিত বক্তব্যে এতগুলো
ভুল মন্ত্রণালয়ের দৈন্যদশার চিত্র কিনা- এ প্রশ্নে খানিকটা সময় নিয়ে তিনি
বলেন, ‘এটা দৈন্যদশা, ঠিকই দৈন্যদশা’। গত ২২শে মে সচিবালয়ে এক সংবাদ
সম্মেলনে এ ঘটনা ঘটে।
[দলীয় কারণে অযোগ্যরাই সরকারী চাকুরী পায় ও দ্রুত পদোন্নতি পায়। উপরোক্ত ঘটনা তার জাজ্বল্যমান প্রমাণ (স.স.)]