রোবট নিঃসন্দেহে বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদ। বৈজ্ঞানিক গবেষণাগার থেকে রান্নাঘর, সব জায়গায় চলে এসেছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জটিল কাজকে আরো সহজ করার জন্য রোবটের সৃষ্টি। কিন্তু আশংকার বিষয় হ’ল সম্প্রতি মানুষের তৈরী রোবট মানুষকেই হত্যা করেছে। ঘটনা ঘটেছে জার্মানীর বিশ্বখ্যাত অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং গ্রুপ ভক্সওয়াগনের একটি কারখানায়। সেখানে রোবট স্থাপনের সময় সে একজন কনট্রাক্টরকে ধরে ফেলে। অতঃপর তাকে একটি ধাতবপাতের সঙ্গে চেপে ধরে মেরে ফেলে। তবে প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, রোবট ইচ্ছা করে কাউকে খুন করতে পারে না। হয়ত তার জন্য ব্যবহৃত প্রোগ্রামে কোন ত্রুটি ছিল। ফলে সে ভুলবশতঃ মানুষকে ধরে মেরে ফেলেছে। এখন রোবটের হাতে মানুষের খুন হওয়ার পর বেকায়দায় পড়েছে পুলিশ। মামলা হবে কার নামে? এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।







আরও
আরও
.