কৃষ্ণসাগরের তলদেশে প্রায় আড়াই হাযার বছরের পুরনো একটি অক্ষত জাহাযের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ২৩ মিটার (৭৫ ফুট) লম্বা জাহাযটি এ দীর্ঘসময় ধরে এভাবেই পড়ে আছে। ৫০০ খ্রিষ্টপূর্বে নির্মিত এই জাহায গ্রিক ও রোমান শাসনামলে চলাচল করত বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এটি এমনভাবে সংরক্ষিত আছে, যেন মাত্র গতকালই তা ডুবেছে। এর আগে প্রাপ্ত প্রাচীনতম জাহাযটি ২০০ খ্রিষ্টাব্দে নির্মিত। গবেষকেরা মনে করছেন, জাহাযটি প্রাচীন গ্রিসের হ’তে পারে। তারা জাহাযটির মাস্তুল, হাল, দাড় সবগুলো জিনিসই যথাস্থানে পেয়েছেন। জাহাযটির অবস্থান ছিল পানির ওপরের স্তর থেকে মাত্র এক মাইল নিচে। ধারণা করা হচ্ছে, কৃষ্ণসাগরে অক্সিজেন না থাকায় জাহাযটি এত সুন্দরভাবে সংরক্ষিত আছে। প্রত্নতাত্ত্বিক, বিজ্ঞানী, সমুদ্র জরিপকারীদের নিয়ে গড়া এই আন্তর্জাতিক দলটি এ পর্যন্ত ৭২টি জাহায উদ্ধার করেছে। এগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন। পানির নিচে পাওয়া উল্লেখযোগ্য জাহাযগুলোর মধ্যে রয়েছে ১৭ শতকে কোস্যাকের ছিনতাইকারী জাহায ও রোমানদের বাণিজ্যিক জাহাযের বহর।






আরও
আরও
.