‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
টাঙ্গাইল যেলার সাবেক সহ-সভাপতি ক্বারী মুহাম্মাদ আব্দুর রশীদ (৮৫) গত ২৪শে
অক্টোবর শনিবার দুপুর ২-টা ৩০ মিনিটে যেলার কালীহাতি থানাধীন ছাতিহাটী
গ্রামের নিজ বাড়ীতে ষ্ট্রোক করেন। অতঃপর তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হ’লে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে কালিয়াকৈর পৌঁছলে তিনি মৃত্যুবরণ
করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। মৃত্যুকালে তিনি
স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। পরদিন রবিবার সকাল ১১-টায় ছাতিহাটী
সম্মিলিত ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে
ইমামতি করেন তার কনিষ্ঠ পুত্র মাওলানা মুহাম্মাদ হারূণ। অতঃপর তাকে
ছাতিহাটী গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি
আব্দুল ওয়াজেদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও অন্যান্য কর্মীগণ
এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি- সম্পাদক]