ইসলাম হ’ল আল্লাহ মনোনীত ধর্ম

ইসলাম ছাড়া কবুল হবে না কোন কর্ম।

ধর্মের মাঝে দেখছি আজি নানান বিভক্তি

কেউবা করছে নবীর নামে উদ্ভট সব উক্তি।

ধর্মের নামে ঢুকল কেমনে চারি মাযহাব

নবীর সুন্নাত মানতে হবে ছাড়তে হবে সব।

ধর্মের মাঝে আসল কেমনে ফিকহী মতবাদ

কুরআন-হাদীছ মানতে হবে অন্য সবই বাদ।

পীর পূজা, কবরপূজা সবই শিরকী কাজ

এসব নিয়ে ব্যস্ত মানুষ বিনাশ করছে সমাজ।

শিরক-বিদ‘আত ছাড়ো সবে মানো তাওহীদ-রিসালাত

নইলে যাবে জাহান্নামে পাবে না নাজাত।






আরও
আরও
.