প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় প্রায় ৭৪ হাযার কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারী। অতিরিক্ত জনসমাগম কারাবন্দী ও সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি মন্তব্য করে বুহারী দেশটির প্রধান বিচারপতি ইবরাহীম তাঙ্কো মুহাম্মাদকে ছয় বছর বা তার বেশী সময় ধরে বিচারের অপেক্ষায় আছেন এমন বন্দীদের মুক্তির নির্দেশ দেন।

দেশটির অধিকাংশ কারাগার তার ধারণক্ষমতার অনেক বেশী আসামীকে কারাবন্দী করে রেখেছে। মোট বন্দীর ৪২ শতাংশ বা ৭৪ হাযার ছয় বছর বা তার বেশী সময় ধরে বিচারের অপেক্ষায়। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় যা ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ পদক্ষেপ নিল আফ্রিকার দেশটি।






আরও
আরও
.