মৈশালা, পাংশা, রাজবাড়ী ৯ই সেপ্টেম্বর, রবিবার : অদ্য দুপুর ১২-টায় যেলার পাংশা থানাধীন মৈশালা আহলেহাদীছ জামে মসজিদে দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

নবীগঞ্জ, হবিগঞ্জ, ২৭শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার নবীগঞ্জ থানাধীন আমানুল্লাহপুরস্থ দারুল হুদা ইসলামিয়া মাদরাসা ও ইয়াতীমখানা সংলগ্ন মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ হবিগঞ্জ যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর যেলা সভাপতি মাওলানা মুছলেহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। উক্ত বৈঠকে যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর, সিলেট ২৮শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলার জৈন্তাপুর থানাধীন সেনগ্রাম মুহাম্মাদিয়া সালাফিইয়াহ দাখিল মাদরাসা সংলগ্ন মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিলেট যেলার উদ্যোগে যেলা বার্ষিক অডিট উপলক্ষে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। উক্ত বৈঠকে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

কুলাউড়া, মৌলভীবাযার, ২৮শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বিকাল ৩-টায় যেলার কুলাউড়া থানা সদরের দক্ষিণ মাগুরাস্থ মসজিদুত তাক্বওয়ায় মৌলভীবাযার যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। ‘আন্দোলন’-এর যেলা সভাপতি মুহাম্মাদ ছাদেকুন নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

মণিপুর বাযার, গাযীপুর সদর ২রা অক্টোবর মঙ্গলবার : অদ্য বেলা ১০-টায় যেলার সদর থানাধীন মণিপুর বাযার আহলেহাদীছ জামে মসজিদে গাযীপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক ও যেলা অডিট সম্পন্ন হয়। ‘আন্দোলন’-এর যেলা সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

বগুড়া ৪ঠা অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর শহরের তিন মাথা রেল গেইট সংলগ্ন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও বাদ মাগরিব যেলা ‘আন্দোলন’-এর বার্ষিক অডিট সম্পন্ন হয়। উক্ত  অনুষ্ঠানে কেন্দ্রীয়  মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব। উল্লেখ্য যে, কেন্দ্রীয় মেহমানগণ বেলা ১২-টায় বগুড়া পৌঁছেন। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুর রহীমকে সাথে নিয়ে প্রথমে সারিয়াকান্দি থানা সদরে প্রতিষ্ঠিত ও ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর অধীনে পরিচালিত ‘বাড়ইপাড়া মাদরাসাতুল হাদীছ আস-সালাফিইয়াহ’ পরিদর্শন করেন। অতঃপর সেখান থেকে গাবতলী থানাধীন ‘বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদরাসা’ পরিদর্শন শেষে বগুড়া শহরে পৌঁছে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

বিরল, দিনাজপুর ৫ই অক্টোবর শুক্রবার: অদ্য সকাল ৯-টায় যেলার বিরল থানাধীন বিরল বাজার বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন তারা মার্কেটের ২য় তলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে দিন ব্যাপী কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ আকবর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে সহ-সভাপতি ছিলেন বিরল উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব ওছমান গণী ও সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রাশেদুল ইসলাম। উল্লেখ্য যে, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা হয়। ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ দু’ভাগে অনুষ্ঠিত প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে আমীরে জামা‘আতের লেখা ‘সীরাতুর রাসূল (ছাঃ)’ ও ‘ছালাতুর রাসূল (ছাঃ)’ বই পুরস্কার হিসাবে প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিরল উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’।

উল্লেখ্য যে, বায়তুন নূর জামে মসজিদে পূর্ব ঘোষণা অনুযায়ী জুম‘আর খুৎবা প্রদান করেন ‘যুবসংঘে’র নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব। খুৎবায় তিনি ‘কিতাব ও সুন্নাতের দিকে ফিরে চলো’ বিষয়ে গুরুত্বপূর্ণ ও দলীল ভিত্তিক আলোচনা পেশ করেন।






আরও
আরও
.