৪২ আলোকবর্ষ দূরে সুপার আর্থ!

দ্বিতীয় পৃথিবীর খোঁজে চালানো গবেষণায় আরেক ধাপ এগিয়ে গেলেন মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৪২ আলোকবর্ষ দূরের নক্ষত্র ‘এইচডি ৪০৩০৭’ ঘিরে ঘুরতে থাকা গ্রহগুলো নক্ষত্রটির এতই কাছে, যা জীবনধারণের উপযোগী হ’তে পারে। ‘এইচডি ৪০৩০৭’ নক্ষত্রটি ঘিরে ঘুরতে থাকা তিনটি গ্রহ আগেই খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি ঐ নক্ষত্রটিকে আবর্তনকারী আরও তিনটি গ্রহ খুঁজে পান তারা। আর ঐ তিন গ্রহেই থাকতে পারে তরল পানি। তবে সূর্যের চেয়ে আকারে ছোট ‘এইচডি ৪০৩০৭’ নক্ষত্রটি। চিলিতে ইউরোপীয়ান সাউদার্ন অবজারভেটরীর লা সিলা ফ্যাসিলিট হার্প ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ‘এইচডি ৪০৩০৭’ এবং এর চারপাশে ঘুরতে থাকা ছয়টি গ্রহের সন্ধান পান বিজ্ঞানীরা।

উন্নত প্রযুক্তির প্লাস্টিক বাল্ব উদ্ভাবন

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ড. ডেভিড ক্যারোল বর্তমানে প্রচলিত ইলেকট্রিক বাল্বের চেয়ে উন্নত প্রযুক্তির বাল্ব উদ্ভাবন করেছেন। প্লাস্টিকের কয়েকটি লেয়ারের সমন্বয়ে তৈরি নতুন বাল্বটি সিইউএফএ বাল্বের চেয়ে দ্বিগুণ কার্যক্ষম বলে দাবী করেছেন তিনি। বর্তমানে জনপ্রিয় কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট বাল্ব (সিইউএফএ)-এর তুলনায় এটি বেশি উজ্জ্বল ও কম্পন বিহীন। সিইউএফএল বাল্ব মানুষের চোখের উপযোগী নয়। এর কম্পনের কারণে অনেকে মাথাব্যথায় ভোগেন। তিনি বলেন, এ প্রযুক্তির বাল্ব তাপ উৎপাদন না করেই আলো দেবে এবং এগুলো আগের বাল্বের তুলনায় সস্তা ও প্রায় ১০ বছর স্থায়ী হবে। ২০১৩ সালেই এ প্রযুক্তির বাল্ব উৎপাদন শুরু হবে। উল্লেখ্য যে, পৃথিবীর বিদ্যুৎ শক্তির প্রায় ১৯% আলো জ্বালাতে ব্যবহার হয়। অল্প শক্তিসম্পন্ন বাল্ব ব্যবহার করলে পৃথিবীর প্রায় ৬শ’ বিদ্যুৎকেন্দ্রের সমান পরিবেশ দূষণ কমানো সম্ভব।

৯০ দিনে ২২০ তলা ভবন বানাবে চীন!

মাত্র ৯০ দিনেই পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করার ঘোষণা দিয়েছে চীন। স্কাই সিটি নামের ২২০ তলা এ ভবনের নির্মাণ শুরু হচ্ছে জানুয়ারীতে। ২৭৪৯ ফিট উচু স্কাই সিটি টাওয়ারটিতে একটি স্কুল, একটি হাসপাতাল, ১৭টি হেলিপ্যাডসহ ৩০ হাযার মানুষের আবাসন ব্যবস্থা থাকবে। বিল্ডিংটির নির্মাণকাজ করবে চীনের ‘ব্রড সাসটেইনেবল বিল্ডিং কর্পোরেশন’। মাত্র ৯০ দিনেই এ নির্মাণকাজ শেষ করার ঘোষণা দিয়েছে তারা। উচ্চতায় এটি হবে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলীফা’র চেয়েও ৩৬ ফিট বেশী। এছাড়া নির্মাণ কাজেও বুর্জ খলীফার চেয়ে ২৪ ভাগের এক ভাগ কম সময় লাগবে বলে জানিয়েছে ব্রড। উল্লেখ্য যে, সম্প্রতি চীনে ব্রড একই পদ্ধতিতে একটি ১৫ তলা হোটেল তৈরি করেছে মাত্র ২ দিনে। ঊল্লেখ্য, প্রিফ্যাব্রিকেশন নামে এ পদ্ধতিতে নির্মাণ কাজ শুরুর পূর্বে অন্তত ৯৫ ভাগ কাজ সম্পন্ন করা হয়।

দশ বছরের মধ্যে চাঁদে বেড়াতে যাবে মানুষ

আগামী ১০ বছরে আবার চাঁদের মাটিতে পা পড়বে মানুষের। তবে এবার কোন গবেষণা বা পরীক্ষা নয়, গাঁটের টাকা খরচ করে স্রেফ বেড়াতে যাবে মানুষ। এমন আয়োজনের জন্য কাজ শুরু করেছে নাসার কয়েকজন সাবেক কর্মকর্তা মিলে গড়ে ওঠা ‘গোল্ডেন স্পাইক’ নামে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৪০ কোটি মার্কিন ডলার দামের টিকিটের বিনিময়ে চাঁদে পাঠাবে মানুষ। তারা বলেন, আধুনিক প্রযুক্তিতে তৈরি মহাকাশ যানের মাধ্যমে চলতি দশকের মধ্যেই চাঁদে মানুষ পাঠানো হবে।






কৃষ্ণসাগরে আড়াই হাযার বছরের পুরনো অক্ষত জাহাযের সন্ধান লাভ
অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
চিনিমুক্ত আমের জাত উদ্ভাবন
অন্ধদের জন্য ব্রেইল ট্যাবলেট কম্পিউটার
এইচআইভি-ক্যান্সার প্রতিরোধে যুগান্তকারী উদ্ভাবন!
কানাডায় বিশ্বের বৃহত্তম মুক্তার সন্ধান
কাঁচ দিয়ে তৈরী হ’ল ব্রিজ
উড়ন্ত ট্যাক্সি ঘণ্টায় চলবে ২৯০ কিলোমিটার গতিতে
কৃত্রিম গর্ভাশয়ের যাত্রা শুরু, রোধ করা যাবে অপরিণত শিশুর মৃত্যু
সৌরজগতের বাইরে ২৪টি বাসযোগ্য গ্রহের সন্ধান
মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে স্মার্ট ডিভাইস
ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ টাইফুনে জাপান পাবে ৫০ বছর চলার মত জ্বালানী শক্তি!
আরও
আরও
.