বিভিন্ন দেশের বিজ্ঞানীদের নিয়ে গঠিত একটি দল সম্প্রতি পৃথিবীর মতো মানুষের বসবাস উপযোগী তিনটি গ্রহ আবিষ্কার করেছে। আমাদের সৌরজগতের বাইরে এই গ্রহ তিনটিই ঠিক পৃথিবীর মতো বসবাসের সবচেয়ে উত্তম স্থল। বিজ্ঞানীরা জানান, গ্রহ তিনটি ৩৯ আলোকবর্ষ দূরে খুব শীতল একটি বামন আকৃতির নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। গ্রহ তিনটির আকৃতি ও তাপমাত্রা পৃথিবী এবং শুক্রের মতো। বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘ন্যাচার’-এ তারা এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেন। বেলজিয়ামের লেইগ বিশ্ববিদ্যালয়ের জ্যোতি-পদার্থবিদ ও প্রধান গবেষক মাইকেল গিলন বলেন, তিনটি গ্রহই পৃথিবীর আকৃতির সমান এবং পৃথিবীর মতোই বসবাসের উপযোগী। তিনি জানান, এই আবিষ্কার বসবাস উপযোগী আরও নতুন নতুন গ্রহ সন্ধানের দ্বার খুলে দিলো। গিলন ও তার সহযোগীরা চিলিতে বসে ট্রাপিস্ট নামের ৬০ সেন্টিমিটারের একটি টেলিস্কোপ দিয়ে গ্রহ তিনটি আবিষ্কার করেন। কয়েক মাস ধরে পর্যবেক্ষণের পর তারা গ্রহগুলোর চরিত্র ও নিয়মিত কক্ষপথ পরিভ্রমণের বিষয়গুলো সম্পর্কে অবহিত হন। এই আবিষ্কার সৌরমন্ডল বা এর বাইরেও যে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, সে ধারণাকে আরও বদ্ধমূল করল।

[যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক’। অতএব খবরটি সত্যি হ’লে তা কুরআনের দেওয়া আগাম খবরকেই সত্যায়িত করবে মাত্র (স.স.)]






আরও
আরও
.